NEP | 'থ্রি ল্যাঙ্গুয়েজ মডেল' নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা, জোর করে হিন্দিভাষা চাপানো হচ্ছে-দাবি তাঁদের
Wednesday, March 19 2025, 6:04 pm

হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। ন্যাশনাল এডুকেশন পলিসি অধীনে ভাষা শিক্ষা নিয়ে সংসদে দাঁড়িয়ে বার্তা দিল কেন্দ্রীয় সরকার।
জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছিলো তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। এদিন ন্যাশনাল এডুকেশন পলিসির অধীনে ভাষা শিক্ষা নিয়ে বার্তা দিলো কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানালো, জাতীয় শিক্ষা নীতিতে ‘থ্রি ল্যাঙ্গুয়েজ’ ফর্মুলা চালু করতে চলেছে তারা। তবে কোনও রাজ্যের উপর কোনও বিশেষ ভাষা চাপিয়ে দেওয়ার লক্ষ্য নেই কেন্দ্রের। এ বিষয়টি পড়ুয়া ও সংশ্লিষ্ট রাজ্যের উপর নির্ভর করবে। ৩টি ভাষার মধ্যে অন্তত ২টি ভাষা ভারতের হতে হবে।
- Related topics -
- দেশ
- ভাষা
- কেন্দ্রীয় সরকার
- ভারত সরকার
- শিক্ষাদফতর
- শিক্ষা ব্যবস্থা