R G Kar Case | ‘তিন জনের নামই সামনে আসেনি’! বিস্ফোরক অভিযোগ সঞ্জয়ের নতুন আইনজীবীর!
Saturday, January 25 2025, 6:36 pm

আরজিকর ধর্ষণ খুন কাণ্ডের দোষী সঞ্জয় রায় পেলেন নতুন আইনজীবী।
আরজিকর ধর্ষণ খুন কাণ্ডের দোষী সঞ্জয় রায় পেলেন নতুন আইনজীবী। এবার কলকাতা হাইকোর্টে সঞ্জয়ের হয়ে সওয়াল করবেন আইনজীবী যশ জালান। তবে যশ জালান সঞ্জয়ের হয়ে সওয়ালের আগেই বিস্ফোরক অভিযোগ তুললেন। আইনজীবীর বক্তব্য, এই মামলায় তিন জনের নাম সামনেই আসেনি! নিম্ন আদালতে ট্রায়াল অনেক দ্রুত করা হয়েছে। এই মামলার মধ্যে তিনজন রয়েছেন, যাঁদের ক্রস এক্সামিনেশন করা হয়নি। অন্যদের সামনে এসে গেলে সমস্যা বাড়বে, সেজন্য রাজ্য তড়িঘড়ি সঞ্জয়কে ফাঁসি দিতে চায় বলে তাঁর অভিযোগ।