দেশ

Food Market Price । মোদি সরকার ক্ষমতায় আসার ১ মাসের মধ্যে বেড়েছে খাদ্যপণ্যের বাজারদর! 'জোগান কম' বললো খাদ্যমন্ত্রক!

Food Market Price । মোদি সরকার ক্ষমতায় আসার ১ মাসের মধ্যে বেড়েছে খাদ্যপণ্যের বাজারদর! 'জোগান কম' বললো খাদ্যমন্ত্রক!
Key Highlights

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেও এক মাসের মধ্যেই মূল্যবৃদ্ধির আগুনে পুড়ছে গৃহস্থ।

খাদ্যপণ্যের বাজারদরে সাধারণ মানুষের পকেটের চাপ দিন দিন বেড়েই চলেছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেও এক মাসের মধ্যেই মূল্যবৃদ্ধির আগুনে পুড়ছে গৃহস্থ। যে টম্যাটোর দাম হওয়া উচিত ছিল কেজি প্রতি ৫০ টাকা, সেটা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। আলুর মডেল প্রাইস বা আদর্শ দাম হওয়া উচিত ৩০ টাকা কিলো। কিন্তু বিক্রি হচ্ছে ৪৭ টাকায়। এই বিষয়ে এবার খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রকের মন্তব্য, এখন জোগানের সামান্য অভাব।