Volcano Erupts in Indonesia | ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি! বাতিল ভারত থেকে বালিগামী একাধিক উড়ান!
Wednesday, June 18 2025, 5:11 pm
Key Highlightsইন্দোনেশিয়ায় জেগে উঠেছে লিয়োটোবি পর্বতের ‘লাকি লাকি’ আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাইয়ের কুণ্ডলী প্রায় ১১ কিমি সুউচ্চ মেঘের স্তম্ভ তৈরি করেছে।
মঙ্গলবার বিকেল ৫টা ৩৫ মিনিটে ইন্দোনেশিয়ার লিয়োটোবি পর্বতের ‘লাকি লাকি’ আগ্নেয়গিরিটি হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে। অগ্ন্যুৎপাতের ফলে প্রায় ১১ কিমি সুউচ্চ মেঘের স্তম্ভ তৈরি করেছে নির্গত ছাইয়ের কুণ্ডলী। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সেদেশে। অগ্ন্যুৎপাতের জেরে প্রায় ১০০র বেশি উড়ান বাতিল হয়েছে সেদেশে। এই তালিকায় রয়েছে ভারত থেকে বালিগামী একাধিক বিমানও। নিরাপত্তার খাতিরে সেদেশে আগ্নেয়গিরির ৭ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইন্দোনেশিয়া
- আগ্নেয়গিরি
- পর্যটন কেন্দ্র

