খেলাধুলা

IPL Release 2026 | IPL-এর রিলিজ লিস্টে চমক, কলকাতায় নেই 'রাসেল', দলবদল মহম্মদ শামির! একনজরে তালিকা

IPL Release 2026 | IPL-এর রিলিজ লিস্টে চমক, কলকাতায় নেই 'রাসেল', দলবদল মহম্মদ শামির! একনজরে তালিকা
Key Highlights

১৫ নভেম্বর অর্থাৎ শনিবার মিনি নিলামের তালিকা প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ ফ্যানেদের। আন্দ্রে রাসেল থেকে ফাফ ডু প্লেসি একাধিক তারকা প্লেয়ারকে ছেড়ে দিয়েছে দলগুলি। কলকাতা নাইট রাইডার্স: মোট ৯ প্লেয়ারকে ছেড়ে দিয়েছে কেকেআর। তালিকায় আছেন= আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, আনরিখ নোকিয়া, মইন আলি, রহমানুল্লাহ গুরবাজ়, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া, লুবনীত সিসোদিয়া। মুম্বই ইন্ডিয়ান্স: ৯ ক্রিকেটার বদল হয়েছে দলে। তালিকায় আছেন= অর্জুন তেন্ডুলকর, সত্যনারায়ণ রাজু, রিস টপলি, কেএল শ্রীজিত, করণ শর্মা, বেভন জ্যাকবস, মুজিব উর রহমান, লিজ়াড উইলিয়ামস, বিগনেশ পুথুর।

১৫ নভেম্বর অর্থাৎ শনিবার মিনি নিলামের তালিকা প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ ফ্যানেদের। আন্দ্রে রাসেল থেকে ফাফ ডু প্লেসি একাধিক তারকা প্লেয়ারকে ছেড়ে দিয়েছে দলগুলি।

কলকাতা নাইট রাইডার্স: মোট ৯ প্লেয়ারকে ছেড়ে দিয়েছে কেকেআর। তালিকায় আছেন= আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, আনরিখ নোকিয়া, মইন আলি, রহমানুল্লাহ গুরবাজ়, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া, লুবনীত সিসোদিয়া।

চেন্নাই সুপার কিংস: ১০ প্লেয়ারকে ছেড়েছে CSK। তালিকায় আছেন= রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, মাথিশা পাথিরানা, রাহুল ত্রিপাঠি, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ, দীপক হুডা, বিজয় শঙ্কর, শাইক রশিদ এবং কমলেশ নাগরকোটি।

মুম্বই ইন্ডিয়ান্স: ৯ ক্রিকেটার বদল হয়েছে দলে। তালিকায় আছেন= অর্জুন তেন্ডুলকর, সত্যনারায়ণ রাজু, রিস টপলি, কেএল শ্রীজিত, করণ শর্মা, বেভন জ্যাকবস, মুজিব উর রহমান, লিজ়াড উইলিয়ামস, বিগনেশ পুথুর।

দিল্লি ক্যাপিটালস: ফাফ ডু প্লেসি ও জেক ফ্রেসার-ম্যাকগার্ককে রিটেইন করেনি দিল্লি। এছাড়াও তালিকায় রয়েছেন সেদিকুল্লা অটল, মনবন্ত কুমার, মোহিত শর্মা, দর্শন নালকান্ডে।

লখনৌ সুপার জায়ান্টস: দল ছেলে মুম্বাইতে যোগ দিয়েছেন শার্দূল ঠাকুর। LSG ছেড়েছে ডেভিড মিলার, আকাশ দীপ, রবি বিষ্ণোই, যুবরাজ চৌধরী, রাজবর্ধন হাঙ্গারগেকর, শামার জোসেফ ও আরিয়ান জুয়ালকে।

পাঞ্জাব কিংস: ৫ প্লেয়ারকে ছেড়েছে পাঞ্জাব কিংস। তালিকায় রয়েছেন তিন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার জশ ইঙ্গলিশ, অ্যারন হার্ডি ও গ্লেন ম্যাক্সওয়েল। রয়েছেন কুলদীপ সেন ও প্রবীণ দুবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: গতবারের চ্যাম্পিয়ন RCB ছেড়েছে ৮ ক্রিকেটারকে। তালিকায় আছেন স্বস্তিক চিকারা, মায়াঙ্ক আগরওয়াল, টিম সেইফের্ট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভান্ডাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজ়ারাবানি এবং মোহিত রাঠি।

গুজরাট টাইটান্স: শেরফানে রাদারফোর্ড যোগ দিয়েছেন মুম্বইতে। মহিপাল লোমরোর, করিম জানাত, দাসুন শানাকা, জেরাল্ড কোয়েৎজ়ি এবং কুলবন্ত খেজরোলিয়াকে ছেড়ে দিয়েছে তারা।

সানরাইজ়ার্স হায়দরাবাদ: মহম্মদ শামিকে লুফে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ৭ প্লেয়ারকে ছেড়েছে হায়দরাবাদ। তালিকায় আছেন= রাহুল চাহার, অভিনব মনোহর, অ্যাডাম জ়াম্পা, সিমরজিৎ সিং, উইয়ান মুল্ডার, অথর্ব তাইদে, সচিন বেবি।

রাজস্থান রয়্যালস: আগেই সঞ্জু স্যামসন ও নীতীশ রানাকে ট্রেড করেছিল RR। ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহিশ থিকশানা, ফজ়লহক ফারুকি, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়, কুণাল রাঠোর এবং অশোক শর্মাকে ছেড়ে দিয়েছে তারা।


Gold Rate Today | বিয়ের মরশুমে স্বস্তি, উইকেন্ডে দাম কমলো সোনার! সাধ্যের মধ্যে রূপোও
Terrorist-WB | বঙ্গে বসেই চলছিল ‘রিসিন’-বিষ তৈরির কাজ? দেড় মাস কলকাতাতেই ছিলেন দিল্লি বিস্ফোরণের ডান-হাত
Delhi 10/11 Blast | তুখোড় বিরিয়ানি রাঁধেন, চালান বন্দুক-ও! দিল্লি বিস্ফোরণের নেপথ্যে মহিলা চিকিৎসক শাহিন!
Rashid Khan | ফের বিয়ের পিঁড়িতে আফগান ক্রিকেটার রশিদ খান, তারকার দ্বিতীয় স্ত্রীকে চেনেন কি?
Delhi 10/11 Blast | লালকেল্লায় রেইকি কাশ্মীরি চিকিৎসকের? সিসিটিভি ফুটেজে সামনে এলো সুইসাইড বম্বারের চেহারা
Delhi Blast | দিল্লিতে বিস্ফোরণে মৃত্যু প্রায় ১০ জনের! হাই অ্যালার্ট জারি কলকাতা-মুম্বই-সহ সমস্ত বড় শহরে!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla