সেলিব্রিটি

গোপনীয়তা লঙ্ঘিত হল ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির, অপরাধীকে পেতে হল কড়া শাস্তি

গোপনীয়তা লঙ্ঘিত হল ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির, অপরাধীকে পেতে হল কড়া শাস্তি
Key Highlights

সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটিতে ক্রিকেটার বিরাট কোহলির হোটেল রুমের কিছু মুহুর্ত শেয়ার করা হয়েছে।

ঘরের ভিডিও বাইরে চলে আসায় বেশ অস্বস্তিতে পড়েছেন বিরাট কোহলি। এই ঘটনা নিয়ে হোটেলের গোপনীয়তা নিয়ে নানান প্রশ্ন উঠছে। এই ঘটনার সঙ্গে যিনি যুক্ত, পারথ হোটেলের কর্মচারী তাঁকে হোটেল থেকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার জেরে কড়া পদক্ষেপ নিল হোটেল ক্রাউন পারথ। টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে। আর সেই বিশ্বকাপের দায়িত্বে রয়েছে আইসিসি। বিরাটের এই নিন্দনীয় ঘটনায় ক্ষমা চাইল আইসিসি। কারণ প্রতিটি ক্রিকেটারের দেখাশুনার দায়িত্বে আছে আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক মুখপাত্র এই ঘটনার জন্য জানিয়েছেন, বিশ্বকাপের চলাকালীন দলের এক সদস্যের এই গোপনীয়তা নষ্ট করার জন্য তাঁরা হতাশ হয়েছে। তাঁরা জানিয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তা রক্ষা করার দিকটা আমার আগে দেখা দরকার। শেয়ার হওয়া ভিডিওটি মুছে দেওয়া হয়েছে। হোটেলের তরফে জানানো হয়েছে, এই ঘটনার জন্য আইসিসির সঙ্গে যে সহযোগিতায় রাজি ক্রাউন পারথ।

বলা বাহুল্য, সোমবার সকালে বিরাটের হোটেলের ঘরের ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। খেলোয়াড়ের অনুপস্থিতিতে তার হোটেলের ঘরে ঢুকে এক ভক্ত ভিডিও শেয়ার করেছেন। ঘরের ভিডিও বাইরে চলে আসায় বেশ অস্বস্তিতে পড়েছেন বিরাট কোহলি। ভিডিওতে দেখা যাচ্ছে, কোহলির অনুপস্থিতিতে হোটেলের ঘরে ঢুকে ভিডিও করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে জুতা, জামা থেকে শৌচাগার সহ ঘরের অন্যান্য জিনিসপত্র সবকিছু সেই ভিডিওতে ধরা পড়েছে। সেখানে কোহলির টুপি, চশমা থেকে শুরু করে অন্যান্য জিনিসও কিন্তু দেখা গেছে। শেয়ার করা এই ভিডিও দেখে বেশ রেগে গেছেন বিরাট কোহলি।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি হু হু করে ভাইরাল হয়েছে। সেখানে অনেক অনুগামীরাই নানান রকম কমেন্ট করেছেন। এই ভিডির প্রতিক্রিয়া জানিয়েছেন অনুষ্কা শর্মাও। এই ধরনের পোস্টে তিনি যথেষ্ট বিরক্ত। যিনি এই ধরনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট পত্নী তাঁকে যথেষ্ট পরিমাণে তিরস্কার করেছেন। অনুষ্কা শর্মা এই পোস্টের জন্য ভীষণভাবে রেগে আছেন। সেই সঙ্গে অভিনেত্রী তাঁকে ভীষণভাবে কটাক্ষও করেছেন। তিনি জানিয়েছেন কারোর ব্যক্তিগত ভিডিও কখনোই বাইরে শেয়ার করা উচিত নয়। এতে গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে। সেই সঙ্গে ঘটনাটি যথেষ্ট নিন্দনীয় বলে জানিয়েছেন তিনি।



Noida | ১৫ মাসের দুধের শিশুকে কামড়, মুখে ঘুষি! নারকীয় নির্যাতন ডে কেয়ারের পরিচারিকার!
India-Pakistan | আরব সাগরে যুদ্ধ মহড়ায় ভারত-পাক! মহড়ার ব্যবধান মাত্র ৬০ নটিক্যাল মাইল!
Robert Vadra | ৫৮ কোটির দুর্নীতি! জমি জালিয়াতি মামলায় বিপাকে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা! চার্জশিট জারি ইডির
ISRO | শুল্কবোমার মাঝেই ৬,৫০০ কেজির মার্কিন স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে ইসরো!
Terrorist Attack | বাংলাদেশে ISI ষড়যন্ত্র, ভারতে হামলার আশঙ্কা! স্বাধীনতা দিবসের আগেই সতর্ক করলো IB
Breaking News | গুনে গুনে ৬ গোল! নিয়মরক্ষার ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়ে সহজ জয় পেলো ইস্টবেঙ্গল
অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী, Biography of Indian revolutionary nationalist Pritilata Waddedar in Bangla