খাদ্য

Puri Jagannath Temple | তিরুপতি মন্দিরের পর পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ নিয়েও বিতর্ক, পরীক্ষা করা হবে ভোগ রান্নায় ব্যবহৃত ঘি

Puri Jagannath Temple | তিরুপতি মন্দিরের পর পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ নিয়েও বিতর্ক, পরীক্ষা করা হবে ভোগ রান্নায় ব্যবহৃত ঘি
Key Highlights

পরীক্ষা করা হবে পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ রান্নায় ব্যবহৃত ঘি।

পরীক্ষা করা হবে পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ রান্নায় ব্যবহৃত ঘি। মূলত তিরুপতি দেবস্থানমের বেঙ্কটেশ্বর স্বামীর প্রসাদী লাড্ডুর ঘিয়ে পশুচর্ব ও মাছের তেলের হদিশ মেলার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওডিশার সরকার সিদ্ধান্ত নিয়েছে, জগন্নাথ মন্দিরে রান্নায় বা অন্যান্য প্রসাদে যে ঘি ব্যবহার করা হয়, তা পরীক্ষাগারে পাঠানো হবে। পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর বলেন, 'এখানে সে ধরনের কোনও অভিযোগ মেলেনি। তা সত্ত্বেও প্রশাসনের তরফে ঘিয়ের মান যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'