Jammu and Kashmir । জম্মু ও কাশ্মীরে শুরু হলো বিধানসভা নির্বাচন আয়োজনের প্রক্রিয়া!
লোকসভা ভোট মিটতেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন।
লোকসভা ভোট মিটতেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন। শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে, সেখানে নির্বাচনে লড়ার প্রতীক চিহ্নের আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। ভোটের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বলেছিলেন, অবিলম্বে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন আয়োজন করা হবে। সেই প্রক্রিয়াই শুরু হলো।