রাজনৈতিক

রাজ্যের সমালোচনায় সিপিএম! ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কৃতিত্ব দাবি করা হয়

রাজ্যের সমালোচনায় সিপিএম! ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কৃতিত্ব দাবি করা হয়
Key Highlights

শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্ধবোধনের আগেই বেশকিছু প্রশ্ন তুলে সিপিএম রাজ্য সরকারকে আক্রমণ করল। তবে সিপিএমের করা আক্রমণকে পাত্তা দিতে নারাজ তৃণমূল।

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে কৃতিত্ব দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করল সিপিএম। একই সঙ্গে সমালোচনা করেছে বিজেপিরও। জানা গিয়েছিল সোমবার বিকেলে এই প্রকল্পে শিয়ালদহ স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

নেটমাধ্যমে তুমুল সমালোচনার ঝড়, রাজনৈতিক দলগুলি একে অন্যের দিকে ছোঁড়ে প্রশ্নবাণ

সোমবার সকাল থেকেই নেটমাধ্যমে রাজ্য সরকারের সমালোচনা করে নিজেদের কৃতিত্ব দাবি করেছে সিপিএমের ডিজিটাল টিম। পশ্চিমবঙ্গ সিপিএমের নেটমাধ্যমে থাকা যাবতীয় অ্যাকাউন্ট জুড়ে এই প্রচার শুরু হয়েছে। ‘ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের সাতকাহন’ নামের সেই প্রচারে বলা হয়েছে, ‘এই প্রকল্পের কাজ শুরু হয় বামফ্রন্টের আমলেই, মমতার বাধাতেই প্রকল্পে কালক্ষেপ। উন্নয়ন নিয়ে মমতা ব্যানার্জির ঘৃণ্য রাজনীতির পথেই কেন্দ্রের মোদী সরকার। এরা কি আদৌ অক্ষয় হয়ে থাকবে ভবিষ্যতে?’

এই প্রচারে বলা হয়েছে, ‘হাওড়া থেকে সল্টলেক, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাস হয়েছিল ২০০৯-র ২২ ফেব্রুয়ারি।’ সেই সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা একটি উক্তিকেও হাতিয়ার করা হয়েছে এ ক্ষেত্রে।

সিপিএমের তরফে বলা হয়্ছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস অনুষ্ঠানের আগে বলেছিলেন, ‘ঋণভারে জর্জরিত রাজ্যকে কেন্দ্র কেন এত টাকা দিচ্ছে? রাজ্য সরকারকে মদত দেওয়া বন্ধ করুন। লোকসভার ভোট চলে এসেছে, এখনও সিপিএম’কে তোয়াজ করছেন কেন?’