অ্যাঞ্জিওপ্লাস্টির সফল হবার পর আবার গলফ কোর্সে স্বমহিমায় ফিরলেন কপিল দেব।
Friday, November 13 2020, 10:53 am
Key Highlightsআন্তর্জাতিক ক্রিকেটকে ১৯৯৪ সালে বিদায় জানানোর পর অপেশাদার গলফেই মনোনিবেশ করেছেন কপিল দেব। দুসপ্তাহ আগে কপিল দেবকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর জরুরি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। সফল অস্ত্রোপচারের পর তাঁকে কয়েদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দওয়া হয়। সুস্হ হয়েই গলফ মাঠে ফিরলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। হাতে তুলে নিলেন গলফ স্টিক। নিজেই ট্যুইট করলেন ছবি। ট্যুইটারে তিনি লেখেন, "ক্রিকেট মাঠ হোক বা গলফ কোর্স- ফিরতে যে কী পরিমাণ আনন্দ, তা ভাষায় প্রকাশ করা যায় না। এখানে ফিরতে পেরে দারুন লাগছে। বন্ধুদের সঙ্গে খেলা ও মজা করার স্বাদ আলাদা"।
- Related topics -
- সেলিব্রিটি
- খেলাধুলা
- ক্রিকেট
- গলফ
- কপিল দেব
- অ্যাঞ্জিওপ্লাস্টি

