Unemployment Report | এপ্রিল থেকে প্রতি মাসে বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ! স্যাম্পল সাইজ়ের পরিমাণও বদল!
Sunday, February 9 2025, 6:35 am

এপ্রিল থেকে প্রতি মাসে বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্র সরকার।
এতদিন পর্যন্ত প্রতি তিন মাস অন্তর দেশের শহরগুলির বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করতো কেন্দ্র। তবে এপ্রিল থেকে প্রতি মাসে বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্র সরকার। ভারতের নীতি নির্ধারকদের সামনে বেকারত্ব নিয়ে নিয়মিত এবং নির্ভুল ছবি তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প বাস্তবায়ন মন্ত্রকের সচিব সৌরভ গর্গ আরও জানান, তথ্য ত্রুটি কমাতে চাকরির বাজারের পরিস্থিতি সংক্রান্ত সমীক্ষার ক্ষেত্রে স্যাম্পল সাইজ়ের পরিমাণও বর্তমান ১৬ হাজার থেকে বাড়িয়ে ২২ হাজার করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।