বেআইনিভাবে বাড়ি নির্মাণ! অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ভাঙার নির্দেশ হাই কোর্টের
গত বছর জুলাই মাসে বেআইনি ভাবে বাড়ি নির্মাণ করার অভিযোগে লুৎফারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টে। মামলাটি করেন মমতা মণ্ডল।
বজবজের তৃণমূল কাউন্সিলরের বাড়ি ভাঙার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তিনতলা বাড়িটি বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ লুৎফার হোসেনের। অভিযোগ ওঠে, ওই বাড়িটি তৈরি করার জন্য তিনি বেআইনি ভাবে কবরখানা এবং রাস্তা দখল করেন।
গত বছর জুলাই মাসে বেআইনি ভাবে বাড়ি নির্মাণ করার অভিযোগে লুৎফারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টে
এই মামলাটি দায় করে মমতা মণ্ডল হাইকোর্টের কাছে আবেদনে জানান, পুরসভার অনুমতি ছাড়াই ওই ভবনটি নির্মাণ করা হয়েছে। সেখানে একটি নার্সিংহোম তৈরি হবে বলা হয়। কিন্তু সরকারি জায়গার উপর কেন কোনও ব্যক্তিগত সম্পত্তি গড়ে উঠবে। তা ছাড়া ওই নির্মাণটি গড়ার জন্য উপযুক্ত কোনও পরিকল্পনা নেওয়া হয়নি পুরসভার কাছে। মামলাকারীর বক্তব্যের সত্যতা রয়েছে বলে আদালতকে জানান ওই পুরসভার একজিকিউটিভ অফিসার। হাই কোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ ওই ভবনটি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।
আরও পড়ুন: আলোর দিশারী, মাদার টেরিজা ~ মাদার তেরেসার জীবনী বাংলায় | Full Biography of Mother Teresa in Bengali
মামলাকারীর আইনজীবী নিতাইচন্দ্র সাহা বলেন, "ওই নির্মাণটি যে আইন মেনে করা হয়নি আদালতের কাছে তা পরিষ্কার হয়ে যায়। তাই দুই মাসের মধ্যে ওই নার্সিংহোমটি ভাঙার নির্দেশ দিয়েছে আদালত। তার পর এই বিষয়ে ফের শুনানি হবে।"
- Related topics -
- রাজ্য
- কলকাতা হাইকোর্ট
- তৃণমূল কাউন্সিলার
- জনস্বার্থ মামলা