Mithun Chakraborty | মহাগুরু মিঠুনের আবেদন খারিজ, তদন্ত চলবে- জানিয়ে দিলো কলকাতা হাই কোর্ট
Wednesday, August 6 2025, 5:14 pm

চিৎপুর থানার FIR খারিজের আবেদনে সাড়া দিল না কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, তদন্ত চলবে।
মহাগুরু মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছিলেন তাঁরই প্রাক্তন সচিব ও তাঁর স্ত্রী। মহাগুরুর বিরুদ্ধে উত্তর কলকাতার চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন দম্পতি। তারকা তথা বিজেপি নেতার প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরীর অভিযোগ, মিঠুন চক্রবর্তী তাঁকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের কাজ দেন। তাঁর টাকা মেটাননি অভিনেতা। কলকাতা হাই কোর্টে FIR খারিজের আবেদন করেন মিঠুন। সেই আবেদন খারিজ করেছে হাই কোর্ট। তবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বিজেপি নেতাকে।
- Related topics -
- শহর কলকাতা
- বিনোদন
- মিঠুন চক্রবর্তী
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট