খেলাধুলা

Saudi T20 league | IPL-এর প্রতিদ্বন্দ্বী? সৌদি টি-টোয়েন্টি লিগকে 'না' BCCI ও ECB-র কর্তাদের

Saudi T20 league | IPL-এর প্রতিদ্বন্দ্বী? সৌদি টি-টোয়েন্টি লিগকে 'না' BCCI ও ECB-র কর্তাদের
Key Highlights

ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেটের জন্য টুর্নামেন্ট তৈরি করতে সৌদি আরবকে সাহায্য করবে না বলে জানিয়ে দিল BCCI ও ECB।

ফুটবল, F1 রেসিং, টেনিস, রেসলিং, গলফ, বক্সিংয়ের পর এবার ক্রিকেট দুনিয়ায় ঢুকতে চাইছে সৌদি আরব। সূত্রের খবর, সৌদি টি২০ লিগ নামে একটি টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে সৌদি সরকারের নিয়ন্ত্রণাধীন SRJ স্পোর্টস। এই টুর্নামেন্টের জন্যে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৩৪২৮ কোটি টাকা খরচ করতে চলেছে তারা। সূত্রের খবর, IPL এবং দ্য হান্ড্রেডের প্রতিদ্ধন্ধী আসায় টি২০ লিগ নিয়ে খুশি নয় ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই এই লীগের বিরোধিতা করে ICCর কাছে চিঠি দিয়েছে BCCI ও ECB বোর্ড।