ISRO | খারাপ আবহাওয়ার কারণে আজ উড়লো না Axiom-4 স্পেসক্রাফট !অপেক্ষায় ভারতীয় মহাকাশচারীরা
Thursday, June 26 2025, 10:18 am
Key Highlightsআজ, মঙ্গলবার Axiom-4 স্পেসক্রাফট ওড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে গিয়েছে সেই মিশন।
প্রায় ৪০ বছর পর মহাকাশ অভিযানে অংশ নিতে চলেছেন ভারতীয় মহাকাশচারীরা। কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে তারিখ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ঘোষনা করেছিল ১০ জুন উড়বে Axiom 4 স্পেসক্রাফট। তবে শেষ মুহূর্তে খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে গেলো মিশন। ইসরো জানিয়েছে ১০ জুনের বদলে ১১ জুন অর্থাৎ বুধবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টায় হবে ওই লঞ্চ। উল্লেখ্য, ভারতের ‘গগনায়ন’ অভিযানে যাওয়ার আগে এই Axiom 4 মিশনে সুযোগ পেয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।
- Related topics -
- দেশ
- ইসরো
- বিজ্ঞানী
- মহাকাশচারী
- মহাকাশযান
- মহাকাশ
- রকেট
- অ্যাক্সিওম মিশন ৪

