Earthquake in Tibet | তিব্বতে ভয়াবহ ভূমিকম্প! মৃতের সংখ্যা বেড়ে ৫৩! কম্পন অনুভূত হয় বাংলা, বিহার, অসমের একাধিক জায়গায়
Tuesday, January 7 2025, 7:41 am
Key Highlights
মঙ্গলবার সাতসকালে ভূকম্পে কেঁপে উঠলো তিব্বত! ভূমিকম্পের পর আরও ৪৯ বার আফটার শক অনুভূত হয় বলেও খবর।
মঙ্গলবার সাতসকালে ভূকম্পে কেঁপে উঠলো তিব্বত! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। দ্বিতীয় বারের কম্পনের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পের পর আরও ৪৯ বার আফটার শক অনুভূত হয় বলেও খবর। ভূকম্পের জেরে তছনছ হয়ে গিয়েছে শিগাতসে প্রদেশের তিংরি কাউন্টি। ভয়াবহ দুর্যোগের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩। ইতিমধ্যেই চিনের সেনা মোতায়েন করা হয়েছে। ড্রোন উড়িয়ে ক্ষয়ক্ষতি দেখছে তারা। কেবল তিব্বতই নয় , ভূকম্পনের জেরে কেঁপে উঠেছে ভারতের বাংলা, বিহার, অসমের একাধিক জায়গা। কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও।