Teni Da and Company | গরমের ছুটিতে বড় পর্দায় টেনিদা ও সঙ্গীরা
এবার গরমের ছুটিতে আট থেকে আশি সকলকে হাসতে বড় পর্দায় আসতে চলছে টেনিদা। প্রকাশ হলো সিনেমার ট্রেলার।
নারায়ণ গঙ্গোপাধ্যায় এর অমর সৃষ্টির মধ্যে অন্যতম টেনিদা। চেহারায় রোগা,পাতলা হলেও খাবার খেতে ওস্তাদ তিনি। পটলডাঙার প্যালা, ক্যাবলা, হাবুলকে নিয়ে মজায় জমিয়ে মাত করে রাখে টেনিদা। বাঙালির ছোটবেলার প্রিয় এই চরিত্র এবার আসতে চলছে বড় পর্দাতেও।
সায়ন্তন ঘোষালেন পরিচালনায় তৈরি ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’ (Teni Da And Company) চলচ্চিত্রের ফার্স্টলুক পোস্টারের মাধ্যমে আগেই পৌঁছে গিয়েছে সিনে প্রেমীদের কাছে। এবার সোমবার প্রকাশ করা হল ছবির ট্রেলারও।
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টিকে বর্তমান সময়ের প্রেক্ষিতে তুলে ধরেছেন সায়ন্তন। ছবির ট্রেলার শুরু হয় বটকেষ্ট স্মৃতি চ্যালেঞ্জ কাপ দিয়ে। যাতে মুখোমুখি পটল ডাঙা থান্ডার ক্লাব ও চোরবাগান টাইগার্স। আর এই ম্যাচের মাধ্যমেই পরিচয় হয় চারমূর্তির সঙ্গে।
একেই টেনিদা ও তার দলকে বড় পর্দায় দেখার সুযোগ পেয়েই আনন্দে বাঙালির একাধিক। তারওপর সিনেমায় থাকা অভিনেতাদের তালিকা দেখে যেন তর আর সইছেনা। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবিতে টেনিদার চরিত্রে কাঞ্চন মল্লিকের থেকে যেন ভালো আর কেউ হয়না, তাই টেনিদার চরিত্রে দেখা যাবে বাংলার কমেডি গুরু কাঞ্চন মল্লিককে (Kanchan Mullick)। ক্যাবলার ভূমিকায় অভিনয় করছেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), প্যালারাম হয়েছেন সৌমেন্দ্র ভট্টাচার্য। আর হাবুল হিসেবে সৌরভ সাহাকে দেখা যাবে পর্দায়। এছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রিদ্ধিমা ঘোষ, মিঠু চক্রবর্তীও।
১৯৭৮ সালে মুক্তি পাওয়া ‘চারমূর্তি’ সিনেমায় টেনিদার ভূমিকায় অভিনয় করেছিলেন চিন্ময় রায়। পরে যদিও চিন্ময় রায় নিজে পরিচালনা করে তৈরি করেন ‘টেনিদা’। সেখানে টেনিদা চরিত্রে দেখা যায় শুভাশিস মুখোপাধ্যায়কে। এবার এই চরিত্রে দেখা যাবে কাঞ্চন মল্লিককে। অভিনেতা জানিয়েছেন, এই সিনেমা দর্শকদের জন্য হাসির রোলার কোস্টার রাইডে পরিণত হতে চলেছে।
জানা গিয়েছে, এই সিনেমার জন্য কাহিনির পুনর্নির্মাণ করেছেন সৌগত বসু। সঙ্গে চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন তিনিই। সিনেমায় সোনা যাবে প্রিয়া ও প্রান্তিকের কথায় মিমোর সাজানো গানের সুর। সিনেমায় মিলবে অবহের দায়িত্বে থাকা সায়ন গঙ্গোপাধ্যায় ও চিত্রগ্রাহক রম্যদীপ সাহার প্রতিভা।
‘টেনিদা অ্যান্ড কোম্পানি’ বড় পর্দায় মুক্তি পাবে ১৯ মে। তার মানে এবার গরমের ছুটিতে মজার গল্প ও তার মধ্যেই লুকিয়ে থাকা রহস্য নিয়ে আট থেকে আশি সবাইকে হাসতে আসবে টেনিদা অ্যান্ড কোম্পানি।
- Related topics -
- বিনোদন
- বাংলা সিনেমা
- টেনিদা
- টেনিদা ও কোম্পানি