মুম্বাইয়ের পর চিনা হানা এবার তেলঙ্গানার বিদ্যুৎ পরিষেবাতে, সরকারি তৎপরতায় বিভ্রাট এরানো সম্ভব হল

Wednesday, March 3 2021, 7:18 am
highlightKey Highlights

সোমবার সরকার বিদ্যুৎ সরবরাহ প্রযুক্তিতে ভাইরাস (ম্যালওয়্যার) ঢুকে পড়েছে বলে রাজ্য সরকারকে সতর্ক করা হয়। চিনা হ্যাকাররা এবার তেলেঙ্গানার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে হানা দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল রাজ্যের বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত করে দেওয়া। এই ঘটনার সঙ্গে সঙ্গে হ্যাকারদের আইপি অ্যাড্রেস আটকে করে দেওয়া হয়েছিল। মুম্বাইয়ে কিছুদিন আগে এই কারণে যে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, তা এইবার খুব দ্রুততার সাথে সরকারি তৎপরতাতে এড়ানো সম্ভব হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File