Telangana | বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী, ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন স্বামীর

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বচসা চলার সময়েই ওই ব্যবসায়ী স্ত্রীকে ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করেন।
বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন স্ত্রী। সন্দেহের বশে স্ত্রীকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে মারলেন ব্যবসায়ী স্বামী। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার আমিনপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি একজন জমি ব্যবসায়ী। রবিবার একটি কো-অপারেটিভ ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাঁর বাড়ি গিয়েছিলেন। ম্যানেজারের সঙ্গে স্ত্রীর সম্পর্ক নিয়ে আছে বলে সন্দেহ করেন ওই স্বামী। তিনজনের মধ্যে কথা কাটাকাটি চলাকালীন আচমকা ক্রিকেট ব্যাট তুলে স্ত্রীর মাথায় আঘাত করেন অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।
- Related topics -
- দেশ
- তেলেঙ্গানা
- তেলেঙ্গানা সরকার
- খুন
- love affairs
