Adani | 'ঘুষ কাণ্ডে'র জের! আদানি গোষ্ঠীর প্রস্তাবিত ১০০ কোটি টাকা অনুদান ফেরালো তেলঙ্গানার কংগ্রেস সরকার

Monday, November 25 2024, 1:18 pm
Adani | 'ঘুষ কাণ্ডে'র জের! আদানি গোষ্ঠীর প্রস্তাবিত ১০০ কোটি টাকা অনুদান ফেরালো তেলঙ্গানার কংগ্রেস সরকার
highlightKey Highlights

‘স্কিল ইউনির্ভাসিটি’র জন্য আদানি গোষ্ঠীর প্রস্তাবিত ১০০ কোটি টাকা অনুদান নেবে না বলে জানাল তেলঙ্গানার কংগ্রেস সরকার।


ঘুষ কাণ্ডের জেরে বিপাকে পড়েছে আদানি। ইতিমধ্যে তলব নোটিশ পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই আবহেই এবার ‘স্কিল ইউনির্ভাসিটি’র জন্য আদানি গোষ্ঠীর প্রস্তাবিত ১০০ কোটি টাকা অনুদান নেবে না বলে জানাল তেলঙ্গানার কংগ্রেস সরকার। আদানি ফাউন্ডেশনের চেয়ারপার্সন প্রীতি আদানিকে দেওয়া একটি চিঠিতে রাজ্যের বিশেষ মুখ্যসচিব জয়েশ রঞ্জন জানান, সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে কোনও অর্থ আদানির থেকে নিতে নিষেধ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এদিকে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File