নয়া পালক জুড়লো Zee-র মুকুটে, বেঙ্গালুরুতে নয়া তথ্যপ্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করলো কর্নাটক মুখ্যমন্ত্রী

Thursday, June 16 2022, 2:01 pm
highlightKey Highlights

বেঙ্গালুরুতে চালু হল Zee-র নতুন তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন কেন্দ্র। উদ্বোধন করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই।


স্রেফ প্রযু্ক্তিই নয়, উদ্ভাবনী শক্তি ও তথ্য সংরক্ষণে নিরিখে আরও এক কদম এগিয়ে গেল ZEE গ্রুপ। বেঙ্গালুরুতে এই তথ্যপ্রযুক্তি কেন্দ্রে কাজ করবেন সাতশোরও বেশি প্রযুক্তি বিশেষজ্ঞ।

বেঙ্গালুরুতে চালু হল তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন কেন্দ্র। উদ্বোধন করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Zee গ্রুপের প্রেসিডেন্ট অমিত গোয়েঙ্কা ও সংস্থার আর এক প্রেসিডেন্ট নীতিন মিত্তল। কর্নাটকের মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পর, এদিন এই তথ্যপ্রযুক্তি কেন্দ্রটি ঘুরে দেখেন কর্নাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটও। 

Zee-র তরফ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, 'দর্শকদের কাছে বিশ্বমানের বিনোদনের পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সেকারণেই আমার ক্রমাগত নিজেদের প্রযুক্তিগত ক্ষমতাকে আরও উন্নত করে চলেছি। নয়া এই তথ্যপ্রযুক্তি কেন্দ্র থেকে বিভিন্ন অনুষ্ঠান ও তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরা হবে। যাতে দর্শক সহজেই সেসবের নাগাল পেতে পারেন'।

Trending Updates




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File