আপনি কী আপনার ইমেল পাসওয়ার্ড ভুলে গেছেন? জেনে নিন কীভাবে অ্যাকাউন্ট রিকভার করবেন
বর্তমান কালে আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় এবং এক অপরিহার্য নিত্যসঙ্গী হয়ে উঠেছে গুগল মেল বা সংক্ষিপ্ত রূপে যাকে আমরা বলে থাকি gmail.
ছোটো থেকে বড়ো সকলের হাতেই এখন স্মার্ট ফোন। আর এই স্মার্ট ফোনের যুগে গুগল অত্যন্ত জনপ্রিয় এবং প্রাত্যহিক জীবনের অপরিহার্য একটি অংশ হয়ে উঠেছে। অ্যানড্রয়েড ফোন ব্যবহারের জন্য জিমেল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এছাড়াও গুগল এর বাকি সব সার্ভিস ব্যবহার করতেও এই একই অ্যাকাউন্ট দরকার লাগে। তাই এই জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন।
জিমেল এর পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে রিকাভার করবেন?
পাসওয়ার্ড ভুলে গেলে তা পরিবর্তন করে আপনি পুনরায় আপনার অ্যাকাউন্টটি ফিরে পেতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে।
পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড পেতে নিচের স্টেপগুলি অনুসরণ করুন
স্টেপ ১- সবার প্রথমে আপনার গুগল অ্যাকাউন্ট বা Gmail পেজটি খুলুন।
স্টেপ ২- এবার গুগল লগ ইন পেজে গিয়ে 'Forget Password' অপশনটিতে ক্লিক করতে হবে।
স্টেপ ৩- আপনার শেষ যে পাসওয়ার্ডটি মনে করতে পারছেন তা লিখুন। যদি কোন পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে 'ট্রাই অ্যানাদার ওয়ে’(Try another way) অপশনটি সিলেক্ট করুন।
স্টেপ ৪- আপনার জিমেল অ্যাকাউন্ট এর সাথে যে ফোন নম্বারটি লিঙ্কড আছে সেই নম্বরে একটি ওটিপি (one time password) পাঠাবে গুগল।
স্টেপ ৫- আপনার কাছে সেই ফোন নম্বরটি বৈধ না থাকলে বিকল্প আপনার ইমেলে (Email) ভেরিফিকেশান কোড পাঠাবে গুগল। বিকল্প অপশন হিসেবে 'ট্রাই অ্যানাদার ওয়ে’ (Try another way) অপশনটি সিলেক্ট করতে হবে।
স্টেপ ৬- এরপরে গুগল আপনার কাছে অন্য কোনও ইমেল আইডি চাইবে যেখানে আপনাকে ইমেল পাঠানো যাবে।
স্টেপ ৭- এবার সংস্থার ইমেল পেলে গুগলের ডায়ালগ বক্সে সেই পেজটি খুলুন।
স্টেপ ৮- রিকভার হয়ে গেলে নতুন পাসওয়ার্ড ব্যবহার করে আপনার Gmail টি পুনরায় লগ ইন করুন।
পাসওয়ার্ড মনে রাখার কিছু সহজ এবং সুরক্ষিত পদ্ধতি
- পরবর্তীতে যাতে পাসওয়ার্ড টি ভুলে না যান সেজন্য কম্পিউটারে বা ল্যাপটপ লগ ইন করার সময় ব্রাউজারে সেভ পাসওয়ার্ড করে রাখতে পারেন। তবে সেই ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি যেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার না করে সেদিকে খেয়াল রাখবেন।
- পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হলে, লাস্টপাসের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন। গুগল তাদের ক্রোম ব্রাউজারেও পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখার সুবিধা দেয়। অ্যাপলের ‘আইক্লাউড কিচেইন (iCloud Keychain) নামে এ ধরনের অ্যাপ্লিকেশন আছে যার মধ্যে আপনি এইসকল গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষিত রাখতে পারবেন।
পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে বিশেষজ্ঞদের মত
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, জিমেইলের নিরাপত্তার জন্য জটিল পাসওয়ার্ডের পাশাপাশি এতে টু ফ্যাক্টর অথেনটিকেশন যুক্ত করে রাখতে পারেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিলিয়ে সহজে অনুমান করা যায় না—এমন পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।
প্রশ্নোত্তর - Frequently Asked Questions
কীভাবে ইমেল আইডি পরিবর্তন করা যায়?
ই-মেইল আইডি পরিবর্তন করা যায় না। ই-মেইল আইডি পরিবর্তন করা যায় না। নুুতন অ্যাকাউন্ট খুলতে হবে।
নতুন ইমেইল তৈরি না করে আমি কীভাবে আমার জিমেইলে ইমেল ঠিকানাটি পরিবর্তন করতে পারি?
এইটা সম্ভব না। সেক্ষেত্রে নতুন আরেকটা ইমেইল খুলতে হবে।
ইমেল আইডি তৈরীর পর কী কোনো তথ্য পরিবর্তন করা সম্ভব?
ইমেল আইডি তৈরীর পরেও আপনি আপনার নাম ,মোবাইল নাম্বার, বয়স,ও লিঙ্গ পরিবর্তন করতে পারবেন।
ইমেইল কি?
ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়।
জিমেইল কি?
জিমেইল তথা গুগল মেইল হল এলফাবেট ইংক এর সহকারী প্রতিষ্ঠান গুগল এর একটি ইলেক্ট্রনিক মেইলিং সার্ভিস বা পণ্য।
জিমেইল এবং ইমেইল এর মধ্যে পার্থক্য কী?
ইমেইল এর মাধ্যমে শুধুমাত্র বার্তা প্রেরণ করা যায়। আর জিমেইলে মাল্টিমিডিয়া শেয়ার করা যায় ।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- গুগল
- ই-মেল
- জি-মেল
- পাসওয়ার্ড পরিবর্তন