খেলাধুলা

IND VS ENG | টেস্ট সিরিজের মাঝেই পরের বছরের ভারত বনাম ইংল্যান্ড সূচি ঘোষণা করলো ক্রিকেট বোর্ড!

IND VS ENG | টেস্ট সিরিজের মাঝেই পরের বছরের ভারত বনাম ইংল্যান্ড সূচি ঘোষণা করলো ক্রিকেট বোর্ড!
Key Highlights

ম্যাঞ্চেস্টারে তৃতীয় টেস্ট চলাকালীন বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে সাদা বলের সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে।

চলছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। ম্যাঞ্চেস্টারে তৃতীয় টেস্ট চলাকালীন ২০২৬এর ইংল্যান্ড সফরের সূচি ঘোষনা করলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে , পরের বছর সফর শুরু হবে ১লা জুলাই। টি টোয়েন্টি সূচি = ১ জুলাই: ডারহাম (রিভারসাইড), ৪ জুলাই: ম্যাঞ্চেস্টার (ওল্ড ট্র্যাফোর্ড), ৭ জুলাই: নটিংহ্যাম (ট্রেন্ট ব্রিজ), ৯ জুলাই: ব্রিস্টল (সিট ইউনিক), ১১ জুলাই: সাউদাম্পটন (ইউটিলিটা বোল)।ওয়ানডে সূচি = ১৪ জুলাই: বার্মিংহাম (এজবাস্টন), ৬ জুলাই: কার্ডিফ (সোফিয়া গার্ডেন্স), ১৯ জুলাই: লন্ডন (লর্ডস)।