Apple and Iphone In India | আইফোন ১৫ সিরিজ তৈরীর দায়িত্ব পেল টাটা! তেলঙ্গানায় তৈরী হবে ফক্সকনের ৫০ কোটি ডলারের কারখানা!

Monday, May 15 2023, 1:31 pm
highlightKey Highlights

আইফোনের পরবর্তী সিরিজ অ্যাসেম্বেল করার দায়িত্ব পেল টাটা গ্ৰুপ। অ্যাপলের পণ্য প্রস্তুতকারক কারখানা তৈরির জন্য তেলঙ্গানা সরকারের সঙ্গে হাত মেলালো ফক্সকন। তৈরী হবে ২৫ হাজার কর্ম সংস্থান।


ভারতে আইফোন ও অ্যাপল প্রেমীদের জন্য সুসংবাদ! অবশেষে দীর্ঘ আলাপ আলোচনার পর এদেশে আইফোন অ্যাসেম্বেল (Iphone Assemble) করার জন্য টাটা গ্ৰুপের (Tata Group) সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিলো অ্যাপল (Apple) কোম্পানি। ফলে ভারতে আইফোনের দাম কমতে পারে বলে আশা অনেকের। অন্যদিকে, তেলেঙ্গানায় তৈরী হবে ৫০ কোটি ডলারের অ্যাপলের পণ্য প্রস্তুতকারক কোম্পানি ফক্সকনের (Foxconn) কারখানা।

আইফোন অ্যাসেম্বেল করার জন্য দায়িত্ব পেল টাটা গ্ৰুপ
আইফোন অ্যাসেম্বেল করার জন্য দায়িত্ব পেল টাটা গ্ৰুপ

সূত্রের খবর, প্রতিবছরের মতো আশা করা যায় চলতি বছরের সেপ্টেম্বর মাসেই আইফোনের পরবর্তী সিরিজ আইফোন ১৫ (Iphone 15) ও আইফোন ১৫ প্লাস (Iphone 15 Plus) লঞ্চ করবে অ্যাপল। আর ভারতে এই সিরিজই অ্যাসেম্বেল করার দায়িত্ব পেতে চলেছে টাটা গ্রুপ। জানা গিয়েছে, টাটা গ্রুপ ভারতে এই বছরের শেষের দিকে লঞ্চ হতে চলা চারটি আইফোনের মধ্যে দুটি অ্যাসেম্বল করবে। তবে ট্রেডফোর্স (Tradeforce) সূত্রে খবর, আইফোন ১৫  ও আইফোন ১৫ প্লাস সিরিজের সামান্য অংশই অ্যাসেম্বেল করবে টাটা।

দেশে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস অ্যাসেম্বেল  করবে টাটা
দেশে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস অ্যাসেম্বেল  করবে টাটা

জানা গিয়েছে, টাটা গ্রুপ অ্যাপলের প্রাক্তন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার (Product Manufacturer) উইস্ট্রন (Wistron)-এর ভারতীয় প্রোডাকশন লাইনটি অধিগ্রহণ করেছে। ফলে এবার থেকে আইফোন ১৫ সিরিজের হ্যান্ডসেটগুলি (Handsets) ভারতের অন্যতম বৃহত্তম ব্যবসায়ী গোষ্ঠী টাটা উৎপাদন করবে। তবে অ্যাপলের আসন্ন আইফোন মডেলের মাত্র ৫ শতাংশই তৈরি করবে এই সংস্থা।

আসন্ন আইফোন মডেলের মাত্র ৫ শতাংশই তৈরি করবে এই সংস্থা
আসন্ন আইফোন মডেলের মাত্র ৫ শতাংশই তৈরি করবে এই সংস্থা

উল্লেখ্য, ফক্সকন (Foxconn), পেগাট্রন (Pagatron) এবং লাক্সশেয়ার (Luxshare)-এর পরে অ্যাপলের চতুর্থ কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার (Contract Manufacturer) হিসেবে এবার যুক্ত হয়েছে টাটা গ্ৰুপ। বর্তমানে আইফোনের পরবর্তী সিরিজের খুব কম অংশ অ্যাসেম্বেল করার দায়িত্ব পেলেও, পরিকল্পনা মাফিক চললে আগামীকালে বেশ কিছু অংশের দায়িত্ব পাবে টাটা।

আগামীকালে বেশ কিছু অংশের দায়িত্ব পাবে টাটা
আগামীকালে বেশ কিছু অংশের দায়িত্ব পাবে টাটা

প্রসঙ্গত, অ্যাপলের সবচেয়ে পুরনো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারদের মধ্যে একটি হল ফক্সকন কোম্পানি। চলতি বছরে লঞ্চ হতে চলা আইফোনের ১৫ সিরিজের প্রায় ৭০ শতাংশ তৈরি করবে এই সংস্থা। আর এই সংস্থাই এবার কারখানা তৈরী করতে চলেছে ভারতে। জানা গিয়েছে, তেলঙ্গানায় (Telangana) কারখানা তৈরি করবে অ্যাপলের পণ্য প্রস্তুতকারক সংস্থা ফক্সকন। যার ফলে প্রথম দফাতেই রাজ্যে অন্তত ২৫ হাজার কর্ম সংস্থানের সুযোগ পাওয়া যাবে।

তেলঙ্গানায় কারখানা তৈরি করবে অ্যাপলের পণ্য প্রস্তুতকারক সংস্থা ফক্সকন
তেলঙ্গানায় কারখানা তৈরি করবে অ্যাপলের পণ্য প্রস্তুতকারক সংস্থা ফক্সকন

আজ অর্থাৎ ১৫ই মে সোমবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের  (K Chandrasekhar Rao) ছেলে কেটি রামা রাও (KT Rama Rao) টুইট করে জানান, হায়দরাবাদের কাছে রাঙ্গা রেড্ডি (Ranga Reddy) জেলার কোঙ্গার কালানে (Kongar Kalan) ফক্সকন প্ল্যান্ট (Foxconn Plant ) তৈরি হবে। কেটি রামা রাও টুইটে লেখেন, তেলঙ্গানা সরকার ও ফক্সকন সংস্থার মধ্যে চুক্তিতে তৈরী কারখানার জন্য সংস্থা ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ফক্সকন। এছাড়াও এই কারখানা তৈরী হলে রাজ্যে প্রায় ২৫ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে।

কারখানার জন্য সংস্থা ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ফক্সকন
কারখানার জন্য সংস্থা ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ফক্সকন

তেলঙ্গানা গতিকে তুলে ধরে আমি অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে, তেলঙ্গানার কোঙ্গার কালানে ফক্সকন প্ল্যান্ট তৈরি হতে চলেছে। ৫০ কোটি ডলারের এই বিনিয়োগে প্রথম দফাতেই রাজ্যে অন্তত ২৫ হাজার কর্ম সংস্থান হবে।

কেটি রামা রাও
তেলেঙ্গানায় ফস্কনের কারখানা তৈরীর  কথা টুইট করে জানান  কেটি রামা রাও
তেলেঙ্গানায় ফস্কনের কারখানা তৈরীর  কথা টুইট করে জানান কেটি রামা রাও

উল্লেখ্য,ফক্সকন সংস্থার সদর দফতর রয়েছে তাইওয়ানের তাইপেই (Taipei, Taiwan) শহরে। এছাড়াও বিশ্বের বৃহত্তম আইফোন প্রস্তুতকারক সংস্থা ফক্সকনের অধিকাংশ কারখানাই চিনে অবস্থিত। ফলে করোনা সংক্রমণ (Covid-19) ও বেজিংয়ে (Beijing) কড়া লকডাউনের (Lockdown) কারণে ফক্সকন সংস্থার উৎপাদনে ব্যাপক প্রভাব পড়ে।

তেলেঙ্গানায় ফস্কনের কারখানায় প্রথম দফাতেই রাজ্যে অন্তত ২৫ হাজার কর্ম সংস্থান হবে
তেলেঙ্গানায় ফস্কনের কারখানায় প্রথম দফাতেই রাজ্যে অন্তত ২৫ হাজার কর্ম সংস্থান হবে

বর্তমানে ভারতে প্রতি বছর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার অ্যাপল কোম্পানির বিক্রয়। ইতিমধ্যেই ভারতে খুলেছে  দুটি অ্যাপল স্টোর (Apple Store), যা রয়েছে মুম্বাই (Mumbai) ও নয়াদিল্লিতে (New Delhi)। এরপর অ্যাপলের পণ্য প্রস্তুতকারক কোম্পানি  ফক্সকনের কারখানা তেলেঙ্গানায় তৈরী ও আইফোনের পরবর্তী সিরিজ অ্যাসেম্বেলের দায়িত্ব ভারতীয় কোম্পানি টাটা পাওয়ায় অ্যাপলের পণ্য ও আইফোনের দাম কমের সঙ্গে, দেশের বৈশ্বিক বাণিজ্যর সম্প্রসারণ ঘটবে বলেও আশা করছেন বিশেষজ্ঞরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File