কলকাতা মেট্রো

Kolkata Main-Line Metro Time Change | টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া মেট্রো রুটের সময় বদল!

Kolkata Main-Line Metro Time Change | টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া মেট্রো রুটের সময় বদল!
Key Highlights

এক মাসেরও বেশি সময় পর্যন্ত কলকাতা মেইন লাইন মেট্রো পরিষেবার সময়সূচি বদল! কখন কোন স্টেশন থেকে মেট্রো পাবেন না জানলে পড়তে পারেন বিপদে।

টালিগঞ্জ (Taliganj) থেকে নিউ গড়িয়া (New Garia)  মেট্রো রুটের সময়সূচি বদল! এক মাসেরও বেশি সময়ের জন্য পরিবর্তন করা হলো মেট্রো চলাচলের সময়। জানা গিয়েছে রক্ষণাবেক্ষণের কাজের জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ফলে কখন কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে, তা না জানলে দীর্ঘ সময়ের জন্য ভোগান্তির শিকার হতে পারেন কলকাতার মেট্রোযাত্রীরা। 

সূত্রের খবর, মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের জন্য আপাতত ৮ জুন পর্যন্ত প্রতি শনি, রবিবার সকাল ১০টায় শুরু হবে মেট্রো পরিষেবা। চলতি সপ্তাহের শনিবার অর্থাৎ ৬ই মে থেকেই চালু হবে এই নয়া সময়সূচি। যদিও শুধুমাত্র টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্তই মেট্রোর সময় বদল করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।

মেট্রো রেল সূত্রে খবর, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রোর ট্র্যাক (Metro Track) রক্ষণাবেক্ষণ, মেগা পাওয়ার ব্লকের (Mega Power Block) কারণে। আগামী শনিবার থেকেই শুরু হবে মেগা পাওয়ার ব্লক, যা চলবে আগামী ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭ ও ২৮ মে সকালে। তারপরের মাসে অর্থাৎ জুন মাসে ৩, ৪, ৬ ও ১১ তারিখ সকালেও একই কারণের জন্য বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। 

চলতি মাস অর্থাৎ মে মাসের ৭, ১৪, ২১ ও জুন মাসের ৪ তারিখ , এই চার রবিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত দক্ষিণেশ্বর (Dakhineshwar) থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলবে স্বাভাবিকভাবে। কিন্তু এই সময়ে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত পাওয়া যাবেনা মেট্রো পরিষেবা। সকাল ১০টার পর থেকে আবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল করবে স্বাভাবিকভাবে। অন্যদিকে, ২৮ মে ও ১১ জুন সকাল ৯ টার বদলে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলবে সকাল ১০টা থেকে।

 সাধারণত শনিবার সকাল ৬টা ৫০ থেকে এবং রবিবার সকাল ৯টা থেকে চালু হয় নর্থ-সাউথ মেট্রো (North-South Metro) পরিষেবা। কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য  টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন পর্যন্ত সময়সূচি বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় অনেকেই সমস্যায় পড়তে পারেন। এক মাসেরও বেশি সময় ধরে এই সময়সূচি পরিবর্তন হওয়ায় বেশ চিন্তিত টালিগঞ্জ - নিউ গড়িয়ার দৈনন্দিন মেট্রো যাত্রীরা।


Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
Successful Businessman | ভারতের সফল ব্যবসায়ী রতন টাটা,ধীরুবাই আম্বানি,গৌতম আদানির প্রথম চাকরি কী ছিল জানেন? কেউ কাজ করতেন গ্যাস স্টেশনে, কেউ ওষুধের দোকানে!
ORS and Glucose Drink | গরমে উপকারের বদলে বিপদ ডেকে আনছে অতিরিক্ত ওআরএস-গ্লুকোজ! জানুন কতটা খেলে শরীর সুস্থ্য থাকবে?
Summer Plants | গরমে ঘরে যেন জ্বলছে আগুন! আবহওয়া শীতল করতে এসি নয়, লাগান গাছ! গরমে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে এই গাছগুলো!
অপরাজেয় সুভাষচন্দ্র বসুর জীবনী | Biography of Subhas Chandra Bose, Indian Nationalist Leader in bengali
একজন ভারতীয় ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী | Biography of an Indian novelist Bankim Chandra Chatterjee
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download