কলকাতা মেট্রো

Kolkata Main-Line Metro Time Change | টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া মেট্রো রুটের সময় বদল!

Kolkata Main-Line Metro Time Change | টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া মেট্রো রুটের সময় বদল!
Key Highlights

এক মাসেরও বেশি সময় পর্যন্ত কলকাতা মেইন লাইন মেট্রো পরিষেবার সময়সূচি বদল! কখন কোন স্টেশন থেকে মেট্রো পাবেন না জানলে পড়তে পারেন বিপদে।

টালিগঞ্জ (Taliganj) থেকে নিউ গড়িয়া (New Garia)  মেট্রো রুটের সময়সূচি বদল! এক মাসেরও বেশি সময়ের জন্য পরিবর্তন করা হলো মেট্রো চলাচলের সময়। জানা গিয়েছে রক্ষণাবেক্ষণের কাজের জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ফলে কখন কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে, তা না জানলে দীর্ঘ সময়ের জন্য ভোগান্তির শিকার হতে পারেন কলকাতার মেট্রোযাত্রীরা। 

সূত্রের খবর, মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের জন্য আপাতত ৮ জুন পর্যন্ত প্রতি শনি, রবিবার সকাল ১০টায় শুরু হবে মেট্রো পরিষেবা। চলতি সপ্তাহের শনিবার অর্থাৎ ৬ই মে থেকেই চালু হবে এই নয়া সময়সূচি। যদিও শুধুমাত্র টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্তই মেট্রোর সময় বদল করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।

মেট্রো রেল সূত্রে খবর, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রোর ট্র্যাক (Metro Track) রক্ষণাবেক্ষণ, মেগা পাওয়ার ব্লকের (Mega Power Block) কারণে। আগামী শনিবার থেকেই শুরু হবে মেগা পাওয়ার ব্লক, যা চলবে আগামী ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭ ও ২৮ মে সকালে। তারপরের মাসে অর্থাৎ জুন মাসে ৩, ৪, ৬ ও ১১ তারিখ সকালেও একই কারণের জন্য বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। 

চলতি মাস অর্থাৎ মে মাসের ৭, ১৪, ২১ ও জুন মাসের ৪ তারিখ , এই চার রবিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত দক্ষিণেশ্বর (Dakhineshwar) থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলবে স্বাভাবিকভাবে। কিন্তু এই সময়ে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত পাওয়া যাবেনা মেট্রো পরিষেবা। সকাল ১০টার পর থেকে আবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল করবে স্বাভাবিকভাবে। অন্যদিকে, ২৮ মে ও ১১ জুন সকাল ৯ টার বদলে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলবে সকাল ১০টা থেকে।

 সাধারণত শনিবার সকাল ৬টা ৫০ থেকে এবং রবিবার সকাল ৯টা থেকে চালু হয় নর্থ-সাউথ মেট্রো (North-South Metro) পরিষেবা। কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য  টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন পর্যন্ত সময়সূচি বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় অনেকেই সমস্যায় পড়তে পারেন। এক মাসেরও বেশি সময় ধরে এই সময়সূচি পরিবর্তন হওয়ায় বেশ চিন্তিত টালিগঞ্জ - নিউ গড়িয়ার দৈনন্দিন মেট্রো যাত্রীরা।


Kolkata Fire | নিউটাউনে অভিজাত হোটেলের পাশে লাগলো আগুন, কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা
Delhi Blast | ‘সুইসাইড বম্বিং আদতে শহিদ অভিযান’! আত্মঘাতী হামলার আগে ভিডিয়ো উমরের!
Sheikh Hasina | হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা! দোষী সাবস্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী-প্রাক্তন পুলিশকর্তাও!
Bihar Cabinet | দশমবারের জন্যে মূখ্যমন্ত্রীর কুর্সিতে নীতিশ কুমার, BJP-র হাতে বিহারের মন্ত্রিসভা!
SSC | প্রকাশ্যে একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা, নাম নেই যোগ্য চাকরিপ্রার্থীদেরই!
Duyare Swasthya | এক গাড়িতেই মিলবে ডাক্তার, করা যাবে USG থেকে ব্লাড টেস্ট! শালবনিতে ‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’র উদ্বোধন স্বাস্থ্য দপ্তরের
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar