Terrorist Tahawwur Rana | ভারতের কব্জায় ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানা, নেপথ্যে মার্কিন সুপ্রিম কোর্ট
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে দ্বিতীয়বার বসার পরই বড় কূটনৈতিক জয় ভারতের। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের সিদ্ধান্তে সিলমোহর দিল মার্কিন সুপ্রিম কোর্ট।
২০০৮এ মুম্বইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় অভিযুক্ত হয়েছিল তাহাউর রানা। রানা বর্তমানে লস অ্য়াঞ্জেলসে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রয়েছেন। এবার 'ভারত মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি' অনুযায়ী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিল মার্কিন সুপ্রিম কোর্ট। ২০২৪এর ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এই জঙ্গি। ট্রাম্প ক্ষমতায় আসার পরদিনই খারিজ হলো রানার রিভিউ পিটিশন। মার্কিন সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রিলোগার জানিয়েছেন প্রত্যর্পণ থেকে অব্যাহতি পাবেন না রানা।