টি ২০ বিশ্বকাপে ভারত কার্যত সেমিফাইনালে, ফেভারিট দক্ষিণ আফ্রিকাও! বাংলাদেশ ও পাকিস্তান টিকে অঙ্কে

Wednesday, November 2 2022, 5:20 pm
highlightKey Highlights

টি ২০ বিশ্বকাপে ভারত কার্যত সেমিফাইনালে, ফেভারিট দক্ষিণ আফ্রিকাও! বাংলাদেশ ও পাকিস্তান টিকে অঙ্কে


টি ২০ বিশ্বকাপে ভারতের কাপ জয় আর তিন ম্যাচ দূরে। আজ অ্যাডিলেডে ডাকওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশকে ৫ রানে হারিয়েছে ভারত। এই জয় ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিল বলাই যায়। তবুও নিয়ম অনুযায়ী কার্যত শব্দটি বসাতে হচ্ছে রোহিতদের শেষ চারের টিকিট কনফার্ম করার ব্যাপারে। বাংলাদেশ হারায় বিপাকে পড়ল পাকিস্তানও। কীভাবে? আসুন দেখে নেওয়া যাক গ্রুপ ২ থেকে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে কে কোথায় রয়েছে?

ভারত কেটেই ফেলল সেমিফাইনালের টিকিট

ভারত ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপশীর্ষে পৌঁছে গেল আজ। নেট রান রেট ০.৭৩০। ভারতের শেষ ম্যাচ রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেই ম্যাচের আগেই নির্ধারিত হয়ে যাওয়ার কথা কোন দুটি দল এই গ্রুপ থেকে শেষ চারে যাবে। রবিবার মেলবোর্নে অনুষ্ঠেয় ভারত-জিম্বাবোয়ে ম্যাচটিই সুপার টুয়েলভের শেষ ম্যাচ। ওইদিন এই ম্যাচের আগে ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায় অ্যাডিলেডে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এরপর ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। তারপর বেলা দেড়টা থেকে ভারতের ম্য়াচ। জিম্বাবোয়ের কাছে হারলেই একমাত্র ভারতীয় দলকে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকাতে হতে পারে। মেলবোর্নে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হলেও ভারত সাত পয়েন্টে পৌঁছে যাবে। যেখানে পৌঁছানো পাকিস্তান ও বাংলাদেশের পক্ষে সম্ভব নয়।

Trending Updates

দক্ষিণ আফ্রিকাও ফেভারিট

দক্ষিণ আফ্রিকা কাল গ্রুপের শীর্ষস্থান দখল করতে পারে যদি পাকিস্তানকে সিডনিতে হারিয়ে দেয়। এই ম্যাচটি কাল শুরু ভারতীয় সময় বেলা দেড়টা থেকে। এই ম্যাচটি হারলে কালই বাবর আজমদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। জিতলে টিকে থাকবে। দক্ষিণ আফ্রিকা যে ফর্মে রয়েছে তাতে ক্রিকেটের মহান অনিশ্চয়তার কথা মাথায় রেখেও বলা যায় ডাচদের প্রোটিয়ারা হারাবেই। সেক্ষেত্রে কাল যদি তেম্বা বাভুমার দল পাকিস্তানের কাছে পরাস্ত হয় তাহলেও নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ চারের টিকিট কনফার্ম করে ফেলবে দক্ষিণ আফ্রিকা। যদি তাদের দুটি ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে তাহলেও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে সাত। একমাত্র দুটি ম্য়াচ হারলেই তারা দাঁড়িয়ে থাকবে ৫ পয়েন্টে। একটি ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা হারে এবং একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ৬। সেক্ষেত্রে নেট রান রেটের বিষয়টি গুরুত্বপূর্ণ হবে। প্রোটিয়াদের আপাতত ৩ ম্যাচে রয়েছে ৫ পয়েন্ট, নেট রান রেট ২.৭৭২। যার ধারেকাছে কেউ নেই।

পাকিস্তানের কার্যত বিদায়

পাকিস্তানের কাছে দুটি ম্য়াচ ডু অর ডাই। কাল দক্ষিণ আফ্রিকা ও রবিবার বাংলাদেশকে হারালে পাকিস্তান পৌঁছে যাবে ৬ পয়েন্টে। আপাতত বাবরদের ঝুলিতে ৩ ম্যাচে ২ পয়েন্ট। নেট রান রেট ০.৭৬৫। ফলে পাকিস্তান চলতি টি ২০ বিশ্বকাপে টিকে রয়েছে অঙ্কের হিসেবেই।

বাংলাদেশের শেষ চারে যাওয়া ঝুলে স্রেফ অঙ্কে

বাংলাদেশ অধিনায়ক ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়েও ফিনিশিং লাইন পার করতে না পারার আক্ষেপ করেছেন। ভারতকে হারালে বাংলাদেশ গ্রুপশীর্ষে পৌঁছে যেতে পারতো। কিন্তু এখন তাঁদের ঢাকার বিমান ধরার প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ পয়েন্ট তালিকায় আপাতত তিনে রয়েছে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে। শাকিবদের নেট রান রেট মাইনাস (-) ১.২৭৬। ফলে ৬ পয়েন্টে একাধিক দল থাকলেও টাইগারদের কাজ কঠিন। ছয় পয়েন্টে পৌঁছাতে বাংলাদেশকে অবশ্য জিততে হবে পাকিস্তানের বিরুদ্ধে। ফলে পাকিস্তানের মতো বাংলাদেশের টিকে থাকার বিষয়টিও ঝুলছে সরু সুতোয়, অঙ্কের হিসেবনিকেশে। ফলে পাকিস্তান ও বাংলাদেশ দুটি ম্যাচ জিতলেও তাদের টিকে থাকা নির্ভর করবে অন্য ম্যাচগুলির ফলাফলের উপর। যেহেতু শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ জিম্বাবোয়ে এবং দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ফলে রোহিত ও বাভুমারাই সেমিফাইনালের দৌড়ে ফেভারিট। দক্ষিণ আফ্রিকা বাকি দুটি ম্যাচে জিতলে গ্রুপশীর্ষে থেকে শেষ চারে যেতে পারবে।





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File