Suvendu Adhikari | কোচবিহারে শুভেন্দুকে দেখেই কালো পতাকা নিয়ে বিক্ষোভ! বাঁশ, লাঠি, ইট নিয়ে চললো হামলাও!

Tuesday, August 5 2025, 9:01 am
highlightKey Highlights

খাগড়াবাড়ির রাস্তা দিয়ে আসার সময়ই বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।


আজ, মঙ্গলবার কোচবিহারে এসপি অফিস অভিযান রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু খাগড়াবাড়ির রাস্তা দিয়ে আসার সময়ই বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আধিকারিকরা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অভিযোগ, বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলা চালানো হয় শুভেন্দুর গাড়িতে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ, পরে ইট নিয়ে শুভেন্দুর কনভয়ে হামলা হয়। গোটা ঘটনার অভিযোগের তীর তৃণমূল সমর্থকদের দিকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File