রাজ্য

Haldia Municipality: দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলদিয়ার প্রাক্তন কাউন্সিলর শ্যামল আদক

Haldia Municipality: দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলদিয়ার প্রাক্তন কাউন্সিলর শ্যামল আদক
Key Highlights

কাঁথির পাশাপাশি শিল্প শহর হলদিয়াতেও দুর্নীতির অভিযোগে প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে চলে তল্লাশি শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা তথা হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের অফিসে চলে তল্লাশি।

হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল এডেকের সহযোগী, কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন কাউন্সিলর সত্যবার্তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে হলদিয়া পুরসভার প্রাক্তন মেয়র শ্যামল আদকের বিরুদ্ধে হলদিয়া শিল্প এলাকার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ হলদিয়ার একটি নির্মাণ সংস্থার মালিক অরুণাংশু মুখোপাধ্যায়ের। পূর্ব মদিনাপুর জেলা পরিষদ ও ঘোটল পৌরসভার কাজের জাল কাগজপত্র দেখিয়ে তার প্রতিষ্ঠানের নামে ৮৬ লাখ ২৯ হাজার টাকা সহায়তা করা হয়েছে বলে জানা গেছে। মামলার তদন্তে ইতিমধ্যেই ১২ সদস্যের বেঞ্চ গঠন করেছে জেলা পুলিশ। বিশেষ তদন্তকারী দল বা সেটের নেতৃত্ব দিচ্ছেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পান্ডে।

এই তদন্ত দলে একজন ডিএসপি, তিনজন ইন্সপেক্টর এবং সাতজন সাব-ইন্সপেক্টর রয়েছেন। বলা হচ্ছে, ভবানীপুর, দুর্গাচক, মহেশদল এবং হলদিয়া মহল থানার ওসিরাও তদন্ত দলে রয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

তাঁর সংস্থার নাম এবং তাঁর সই জাল করে শ‍্যামল আদক তাঁর নিজের কোম্পানির নামে ৮৬ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ক্রেডেনসিয়াল তৈরি করেছেন বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে বহু টেন্ডার দুর্নীতির তথ‍্য উঠে আসে। জানা যায়, কয়েক কোটি টাকার অনিয়মের ঘটনা। এখন পর্যন্ত শ্যামল আদকের বিরুদ্ধে মামলায় ১৫০০ টি ফাইল জব্দ করা হয়েছে। দুর্নীতি আছে। অস্পষ্টতা আছে।

হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পান্ডে 

বিভিন্ন তথ্য পাওয়া যাবে। বুধবার হলদিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সত্যবার্তা দাসকে তলব করা হয়েছে, যিনি বর্তমান বিজেপি নেতা। ওই সময় তিনি টেন্ডার কমিটির চেয়ারম্যান ছিলেন বলেও জানা গেছে। তাকে ভবানীপুর থানায় ডাকা হয়। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। অনেক অসঙ্গতি পাওয়া গেছে। তদন্তের বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি।


Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
Ragging | র‌্যাগিংয়ের জেরে মৃত্যু প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার! টানা ৩ ঘন্টা রোদে দাঁড় করিয়ে রাখে সিনিয়ররা
Alipurduar | গোপনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হয় মুখে! আলিপুরদুয়ারে উদ্ধার শিক্ষকের দেহ
Kolkata Weather Update । আজ সারাদিন কেমন থাকবে শহর কলকাতা আবহাওয়া? দেখে নিন এক নজরে
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali