NRI Quota | এনআরআই কোটার সম্প্রসারণ রুখতে নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট, 'এই জালিয়াতির এখনই অবসান হওয়া উচিত' : মন্তব্য

Tuesday, September 24 2024, 6:31 pm
highlightKey Highlights

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা, ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, এই নির্দেশ পুরো প্রতারণা।


'এই জালিয়াতির এখনই অবসান হওয়া উচিত'। এনআরআই কোটা প্রসঙ্গে এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের। রাজ্যে স্নাতক মেডিক্যাল ও ডেন্টাল কোর্সে ভর্তির ক্ষেত্রে অনাবাসী ভারতীয় কোটার সংজ্ঞা সম্প্রসারণের সিদ্ধান্ত খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পঞ্জাব সরকারের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা, ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, এই নির্দেশ পুরো প্রতারণা। আদালত জানিয়েছে, এখনই এনআরআই কোটা ব্যবসা বন্ধ করা দরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File