SSC | সুপ্রিম নির্দেশে বাতিল SSC ২০১৬র গোটা প্যানেল! কর্মহীন প্রায় ২৬ হাজার!

এক ধাক্কায় চাকরি গেলো প্রায় ২৬ হাজার জনের! হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। এর ফলে বাতিল হলো ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল। গত বছরের এপ্রিলে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম,দশম, একাদশ, দ্বাদশের গোটা প্যানেলই বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, চাকরিহারাদের একাংশ। এর পর আজ সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায়কেই মান্যতা দিলো। চাকরি হারালেন ২৫ হাজার ৭৫৩ জন।
৩রা এপ্রিল : শিক্ষামন্ত্রীকে তলব করলেন মুখ্যমন্ত্রী মমতা!
প্রায় ২৬ হাজারের চাকরি বাতিলেরই পরই বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তলব করলেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী সহ শিক্ষাদফতরের বিশেষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষা আধিকারিকদের একাংশ বলছেন, সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছে, তা বাংলার ইতিহাসে এই প্রথম।
৩রা এপ্রিল : কান্নায় ভেঙে পড়লেন চাকরিজীবীরা!
ধর্মতলায় বসে থাকা চাকরিহারাদের বক্তব্য, ‘কিছু বলার নেই। তবে এই দায় সরকারকে নিতে হবে।’ সুপ্রিম কোর্টে প্যানেল বাতিলের রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন ২০১৬ এর চাকরিজীবীরা।
৩রা এপ্রিল : 'ব্যাপক দুর্নীতি'! বক্তব্য প্রধান বিচারপতির!
নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। তিনি আরও বলেন, যারা দোষী হিসাবে চিহ্নিত, তাঁদের কোনও ছাড় নেই।
৩রা এপ্রিল : ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রইল!
বীরভূমের নলহাটির সোমা দাস। ২০১৯ সাল থেকে চাকরির দাবিতে আন্দোলনে পথে নেমে ছিলেন। ক্যান্সার আক্রান্ত তিনি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর চাকরি বহাল রেখেছিল। সেই নির্দেশেই সায় সুপ্রিম কোর্টেরও।
৩রা এপ্রিল : সিবিআই তদন্ত চলবে, নির্দেশ সুপ্রিম কোর্টের!
২০১৬ সালের প্যানেলে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের রায় দিলো সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, যারা দোষী নন, তারা নতুন করে আবেদন করতে পারবেন। সিবিআই তদন্ত চলবে। সরকারি চাকরির অন্য বিভাগে থাকা ব্যক্তিরা তিন মাসের মধ্যে স্থানান্তরের আবেদন করতে পারবেন। অর্থাৎ সরকারের অন্য দপ্তরে কর্মরত বেশ কিছু কর্মী এসএসসি চাকরির আবেদন করেছিলেন। তাদের অনেকের নামও উঠেছে তালিকায়। তাঁদেরও চাকরি যাবে। তাঁরা সেক্ষেত্রে নিজেদের পুরোনো দপ্তরে ফেরার সুযোগ পাবেন। আবেদন করতে পারবেন তার জন্য।
৩রা এপ্রিল : বাতিল ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি!
২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিলের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট। বহাল থাকল হাইকোর্টের নির্দেশ। এর ফলে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হলো। যাদের চাকরি বাতিল করা হলো, তাদের বেতন ফেরত দিতে হবে বলে নির্দেশ প্রধান বিচারপতির।