Train Ticket Cancel | এবার অনলাইনেও বাতিল করা যাবে টিকিট কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট!
Wednesday, April 2 2025, 9:44 am

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও জানান, রেলের টোল ফ্রি নম্বর ১৩৯ এ ফোন করেও টিকিট ক্যানসেল করা সম্ভব।
এতদিন রেলের টিকিট কাউন্টার থেকে কাটা টিকিট বাতিল করতে হলে নির্দিষ্ট ফর্ম পূরণ করে টিকিট ও সেই ফর্ম জমা দিতে হতো টিকিট কাউন্টারেই। কেবল অনলাইনে কাটা ই টিকিটই অনলাইন মাধ্যমে বাতিল করা যেত। তবে এবার রেলের টিকিট কাউন্টার থেকে কাটা দূরপাল্লার ট্রেনের টিকিট ক্যানসেল করা যাবে অনলাইনেও! সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন। পাশাপাশি তিনি আরও জানান, রেলের টোল ফ্রি নম্বর ১৩৯ এ ফোন করেও টিকিট ক্যানসেল করা সম্ভব।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- রেলমন্ত্রী
- অশ্বিনী বৈষ্ণব
- ট্রেন