Medical Students | হবু ডাক্তারদের মধ্যে বেড়েছে ড্রপ আউট-সুইসাইডের প্রবণতা! মারাত্মক তথ্য দিলো ন্যাশনাল মেডিক্যাল কমিশন

Wednesday, April 2 2025, 6:31 am
highlightKey Highlights

ডাক্তারির স্নাতক ও স্নাতকোত্তরস্তরের পড়ুয়াদের নিয়ে মারাত্মক তথ্য প্রকাশ করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন।


আগামী ১৫ জুন শুরু হচ্ছে ডাক্তারির স্নাতকোত্তরস্তরের প্রবেশিকা পরীক্ষা নিট পিজি। তার আগে মারাত্মক তথ্য প্রকাশ করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। দেশের ৫১২টি সরকারি মেডিক্যাল কলেজ থেকে তথ্য সংগ্রহ করে কমিশন জানিয়েছে, ২০১৮ থেকে ২০২৩ এর মধ্যে ১ হাজার ১৬৬ জন হবু ডাক্তার স্নাতকোত্তরের বিভিন্ন শাখায় পড়তে পড়তে ছেড়ে দিয়েছেন। আত্মহত্যা করেছে ১১৯ জন ডাক্তারি পড়ুয়া! কমিশনের মতে, টানা ৩৬ থেকে ৪২ ঘন্টা ডিউটি, তীব্র প্রতিযোগিতা, মানসিক চাপ নিতে পারেনি পড়ুয়ারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File