EPFO | লাভবান হবে ৭ কোটি মানুষ! ASACর মাধ্যমে এবার থেকে তোলা যাবে ৫ লক্ষ টাকা!

Wednesday, April 2 2025, 6:16 am
highlightKey Highlights

অটো সেটেলমেন্ট অব অ্যাডভ্যান্সড ক্লেম (ASAC) র মাধ্যমে এবার থেকে EPFO সদস্যরা প্রভিডেন্ট ফান্ড থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন।


 EPFOর বড় সিদ্ধান্তের জন্য লাভবান হতে চলেছেন দেশের বিভিন্ন বেসরকারি সংস্থার সাড়ে সাত কোটি কর্মী! কারণ, অটো সেটেলমেন্ট অব অ্যাডভ্যান্সড ক্লেম (ASAC) র মাধ্যমে এবার থেকে EPFO সদস্যরা প্রভিডেন্ট ফান্ড থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। যা আগে ছিল এক লক্ষ টাকা। গত সপ্তাহে CBTর ১১৩ তম এক্সজিকিউটিভ কমিটির বৈঠক হয়েছিল। সেখানে আগাম ক্লেমের অঙ্ক ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়। আর সেই  প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File