Waqf Amendment Bill | লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! এই ওয়াকফ বিল আসলে কী?
Wednesday, April 2 2025, 7:41 am

বুধবার লোকসভায় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পেশ করেন ওয়াকফ বিল (সংশোধনী)।
বুধবার লোকসভায় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পেশ করেন ওয়াকফ বিল (সংশোধনী)। এরপর ৮ ঘণ্টা ধরে এই বিল নিয়ে আলোচনা হবে উভয় কক্ষে। তারপর এটির ওপর ভোটাভুটি হবে। কিন্তু এই ওয়াকফ বিল কী? ওয়াকফ বলতে ইসলামি আইনের অধীনে একচেটিয়াভাবে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে নিবেদিত সম্পত্তিকে বোঝায়। এর মধ্যে রয়েছে কৃষিজমি, দালানকোঠা, দরগাহ বা মাজার ও কবরস্থান, ইদগাহ, খানকাহ, মাদ্রাসা, মসজিদ, প্লট, পুকুর, স্কুল, দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এই সম্পত্তির অন্য কোনও ব্যবহার বা বিক্রয় নিষিদ্ধ।