Supreme Court | স্ত্রী রাশিয়ান গুপ্তচরের মেয়ে! সন্তানকে নিয়ে 'নিখোঁজ' সেই ভিক্টোরিয়া! জারি ‘লুক আউট নোটিস’!

Thursday, July 17 2025, 12:02 pm
highlightKey Highlights

গত ৭ জুলাই থেকে 'নিখোঁজ' চন্দননগরের সৈকত বসুর স্ত্রী তথা রাশিয়ার প্রাক্তন গুপ্তচরের মেয়ে ভিক্টোরিয়া ও তাদের সন্তান।


গত ৭ জুলাই থেকে 'নিখোঁজ' চন্দননগরের সৈকত বসুর স্ত্রী তথা রাশিয়ার প্রাক্তন গুপ্তচরের মেয়ে ভিক্টোরিয়া ও তাদের সন্তান। এরপরই আদালতের দ্বারস্থ হন সৈকত। তাঁর আশঙ্কা, ছেলেকে নিয়ে সম্ভবত রাশিয়া চলে গিয়েছেন ভিক্টোরিয়া। অভিযোগ, ভিক্টোরিয়াকে শেষবার দিল্লির রাশিয়ার দূতাবাসে দেখা যায়। এবার এই মামলায় সুপ্রিম কোর্ট বিদেশমন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিয়েছে, যাতে ওই নিখোঁজ ভিক্টোরিয়া ও সন্তানকে খুঁজে বের করতে ‘লুক আউট নোটিস’ জারি করা হয়। এমনকি ভিক্টোরিয়ার পাসপোর্ট বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে কোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File