RG Kar Case | ফের পিছিয়ে গেল আরজিকর কাণ্ডের সুপ্রিম শুনানি! তদন্ত রিপোর্ট দেখে বৃহস্পতিবার হবে শুনানি
Wednesday, November 6 2024, 11:16 am
 Key Highlights
Key Highlightsমঙ্গলবারের পর বুধবারও হলো না সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টোয় শুনানি হবে
মঙ্গলবারের পর বুধবারও হলো না সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টোয় শুনানি হবে। আইনজীবী ফিরোজ এডুলজি আবেদন জানান, ধৃত সিভিক ভলান্টিয়রকে মূল অভিযুক্ত করে ইতিমধ্যে ট্রায়াল শুরু হতে চলেছে। আরও কোনও চক্রান্তকারী সামনে আসতে পারে। বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, “ইতিমধ্যেই চার্জশিট ফাইল হয়ে গিয়েছে। চার্জ ফ্রেম হয়ে গিয়েছে।” এরপরই প্রধান বিচারপতি বলেন,' আগামীকাল তদন্ত রিপোর্ট আমরা আগে দেখি। তারপর দেখা যাবে।”
-  Related topics - 
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- ক্রাইম
- শহর কলকাতা

 
 