POCSO | শিশুদের যৌনতার ভিডিয়ো দেখলে বা ডাউনলোড করলে বড় সাজা, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ রুখতে রায় দিলো সুপ্রিম কোর্ট

Monday, September 23 2024, 7:22 am
POCSO | শিশুদের যৌনতার ভিডিয়ো দেখলে বা ডাউনলোড করলে বড় সাজা, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ রুখতে রায় দিলো সুপ্রিম কোর্ট
highlightKey Highlights

শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ রুখতে চাইল্ড পর্ন বা শিশুদের যৌনতার ভিডিয়ো নিয়ে বড় রায় দিলো সুপ্রিম কোর্ট।


শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ রুখতে চাইল্ড পর্ন বা শিশুদের যৌনতার ভিডিয়ো নিয়ে বড় রায় দিলো সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, চাইল্ড পর্ন দেখলে বা ডাউনলোড করলেও সাজা পেতে হবে। পকসো আইনের অধীনে অপরাধ বলে গণ্য করা হবে। সাজা দেওয়া হবে সেই মতোই। একইসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে “চাইল্ড পর্নোগ্রাফি” শব্দটিকে বদল করে “চাইল্ড সেক্সুয়ালি অ্যাবুসিভ অ্যান্ড এক্সপ্লয়টিভ মেটিরিয়াল” করার জন্য কেন্দ্রীয় সরকারকে সংশোধনী আনতেও নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File