রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট ।
Friday, November 27 2020, 12:22 pm
Key Highlightsশুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যতদিন না বম্বে হাই কোর্ট তাঁর ও বাকি দুই অভিযুক্তের আবেদনের নিষ্পত্তি করছে ততদিন তাঁদের জামিন বলবৎ থাকবে। প্রসঙ্গত, চার সপ্তাহ পরে অর্ণব ও বাকি অভিযুক্তের জামিনের আবেদনের শুনানি রয়েছে বম্বে হাইকোর্টে। গত ১১ নভেম্বর জামিন পেয়েছিলেন অর্ণব। সেদিন মহারাষ্ট্র সরকারকে তিরষ্কার করেছিল শীর্ষ আদালত। এদিনও সুপ্রিম কোর্টের রায়ে সেই সুর লক্ষিত হয়েছে। আদালত জানিয়েছে, ফৌজদারি আইন যেন নির্দিষ্ট ক্ষেত্রে হয়রানির অস্ত্র না হয়ে ওঠে সে ব্যাপারটা নিশ্চিত করতে হবে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট ও নিম্ন আদালতকে। একদিনের জন্যও কারও ব্যক্তিস্বাধীনতা হরণ করা কাম্য নয় বলেই জানায় শীর্ষ আদালত।
- Related topics -
- দেশ
- অর্ণব গোস্বামী
- রিপাবলিক টিভি
- সুপ্রিম কোর্ট
- বম্বে হাইকোর্ট
- জামিন

