Sunita Williams | অবশেষে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিলেন সুনীতা-উইলমোর! ১৭ ঘন্টা পথ পেরিয়ে ভোররাতে অবতরণ করবে ফ্যালকন নাইন!

Tuesday, March 18 2025, 7:38 am
Sunita Williams | অবশেষে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিলেন সুনীতা-উইলমোর! ১৭ ঘন্টা পথ পেরিয়ে ভোররাতে অবতরণ করবে ফ্যালকন নাইন!
highlightKey Highlights

অবশেষে স্পেস স্টেশনকে বিদায় জানিয়ে পৃথিবীর উদ্দেশ্যে পাড়ি দিলেন সুনীতা উইলিয়মস, বুচ উইলমোর।


অবশেষে স্পেস স্টেশনকে বিদায় জানিয়ে পৃথিবীর উদ্দেশ্যে পাড়ি দিলেন সুনীতা উইলিয়মস, বুচ উইলমোর। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে রওনা দেন সুনীতারা। ইলন মাস্কের সংস্থা SpaceXর ফ্যালকন নাইন করে পৃথিবীতে ফিরছেন দুই নভোচর। NASA জানিয়েছে, ১৭ ঘণ্টার যাত্রাপথ অতিক্রম করে রাত ৯টা ১১ নাগাদ (ভারতীয় সময় রাত ২ টো ৪১) পৃথিবীর কক্ষপথে ঢুকে আবর্তন শুরু করার কথা সুনীতাদের রকেটের। এরপর রাত ৯.৫৭ (ভারতীয় সময় রাত ৩.২৭) ফ্লোরিডার উপকূলে জলভাগে ধীরে ধীরে নামবে ফ্যালকন নাইন ক্যাপসুল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File