Sunita Williams | নতুন রেকর্ড! মহাকাশে সাড়ে পাঁচ ঘণ্টা হেঁটে ইতিহাস গড়লেন সুনীতা উইলিয়ামস!

Friday, January 31 2025, 11:26 am
Sunita Williams | নতুন রেকর্ড! মহাকাশে সাড়ে পাঁচ ঘণ্টা হেঁটে  ইতিহাস গড়লেন সুনীতা উইলিয়ামস!
highlightKey Highlights

মহাকাশে সাড়ে পাঁচ ঘণ্টা হেঁটে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস।


মহাকাশে সাড়ে পাঁচ ঘণ্টা হেঁটে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। কয়েক মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পরা সুনীতা ও সঙ্গী বুচ উইলমোর বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাইরে আসেন। নাসা জানিয়েছে, এটা সুনীতার নবম এবং উইলমোরের পঞ্চম স্পেসওয়াক। এখন পর্যন্ত সুনীতা মহাকাশে হেঁটেছেন মোট ৬২ ঘণ্টা ৬ মিনিট। হিসাব অনুসারে, স্পেসওয়াক করার সময়ের ক্ষেত্রে চতুর্থ তালিকায় আছেন সুনীতা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বেশ কিছু প্রাথমিক কাজও করেছেন সুনীতা এবং উইলমোর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File