ISL semifinal | আইএসএল ফাইনালে সুনীল ছেত্রীরা, ঘরের মাঠে এফসি গোয়াকে হারালো বেঙ্গালুরু

Wednesday, April 2 2025, 6:01 pm
highlightKey Highlights

বিধ্বংসী ফর্ম ধরে রাখল সুনীল ছেত্রীর দল। ঘরের মাঠে এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে ওঠার লক্ষ্যে একধাপ এগিয়ে রইল বেঙ্গালুরু।


বুধবার আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামে বেঙ্গালুরু এফসি। কান্তিরাভা স্টেডিয়ামে শুরু হয় বল দখলের হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের ৪২ মিনিটে গোয়ার বক্সের কাছে বল ভেসে আসলে হেড মেরে ক্লিয়ার করার চেষ্টা করেন সন্দেশ ঝিঙ্ঘন। ভুলবশত বল জড়িয়ে যায় জালে। ফলে আত্মঘাতী প্রথম গোলে এগিয়ে গেলো বেঙ্গালুরু এফসি। ৫১ মিনিটে ফের গোল আসে বেঙ্গালুরুর খাতায়। এবারের নায়ক উইঙ্গার এডগার মেন্দেজ। ঘরের মাঠে ২:০ জিতে ফাইনালে পৌঁছয় বেঙ্গালুরু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File