Pakistan | পাকিস্তানের সেনাছাউনিতে আত্মঘাতী হামলা, বিস্ফোরণে মৃত ৯, জখম কমপক্ষে ২০ জন

পাকিস্তানের সেনাছাউনিতে বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা। জোড়া বিস্ফোরণে কমপক্ষে ২০ জন জখম হয়েছেন।
পাকিস্তানের সেনাছাউনিতে আত্মঘাতী হামলা করলো জঙ্গিগোষ্ঠী। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি নিয়ে সেনাছাউনিতে ঢুকে পড়ে জঙ্গিরা। আত্মঘাতী বিস্ফোরণে ২ জঙ্গি নিজেদের উড়িয়ে দেয়। বিস্ফোরণে তিনজন শিশু ও ২ জন মহিলা সহ ৯ জনের মৃত্যু হয়েছে, জখম কমপক্ষে ২০ জন। ছাউনিতে ঢোকার মুখে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে ৬ জঙ্গির মৃত্যু হয়। এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর আর্মড গ্রুপ জঙ্গি সংগঠন।