জোড়া আত্মঘাতী হামলা বাগদাদের ব্যস্ত বাজারে, মৃত কমপক্ষে ১৩ জন, জখম আরও ৩০
Thursday, January 21 2021, 11:54 am
Key Highlights
জোড়া আত্মঘাতী হামলার ফলে প্রাণ হারালেন কমপক্ষে ১৩ জন। জখম হয়েছেন আরও ৩০। ঘটনাটি ঘটেছে ইরাকের রাজধানী বাগদাদে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার না করলেও এর পিছনে আইএসআইএস জঙ্গিরা রয়েছে বলেই অনুমান স্থানীয় প্রশাসনের। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ইরাকের রাজধানী বাগদাদের মধ্যবর্তী এলাকায় অবস্থিত একটি বাজারে আচমকা হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। প্রচুর মানুষের মাঝে দাঁড়িয়ে নিজের শরীরে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণ করে। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও ৩০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরাক
- আত্মঘাতী হামলা
- বাগদাদ