Jasprit Bumrah | চোট ভোগাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না বুমরাহ, নতুন মুখকে নামাচ্ছে বোর্ড

Wednesday, February 12 2025, 3:00 am
highlightKey Highlights

মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ভারতীয় পেস বিভাগের ব্রহ্মাস্ত্র জশপ্রীত বুমরাহ। তাঁর বদলে দলে নেওয়া হল তরুণ হর্ষিত রানাকে।


বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে পিঠে চোট পেয়েছিলেন। সেই চোট ভোগাচ্ছে পেস কিং বুমরাহকে। ফলে বহু ম্যাচ হাতছাড়া হচ্ছে তাঁর। এবার তিনি বাদ পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ থেকে। তার বদলে দলে নেওয়া হলো তরুণ বোলার হর্ষিত রানাকে। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন বরুণ চক্রবর্তীও। মাঝমাঠ সামলাতে দলে থাকছেন দুই পেসার মহম্মদ শামি এবং অর্শদীপ সিং। বাদ পড়েছেন যশস্বী জয়সওয়াল, তবে তাকে নন ট্র্যাভেলিং সাব হিসাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File