আবহাওয়া

Weather West Bengal | রবিবার পর্যন্ত বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! বইতে পারে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও! তবে ক্রমশ উর্দ্ধমুখী তাপমাত্রা!

Weather West Bengal | রবিবার পর্যন্ত বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! বইতে পারে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও! তবে ক্রমশ উর্দ্ধমুখী তাপমাত্রা!
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, রবিবারের মধ্যে আরও বাড়বে তাপমাত্রার পারদ। ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছতে পারে। পশ্চিমের জেলা-বাঁকুড়া, পুরুলিয়াতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ।

চৈত্র মাসেই বৈশাখের তাপমাত্রা দক্ষিণবঙ্গে। গত কিছুদিনে বেশ খানিকটা বেড়েছে তাপমাত্রা। এরই মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। তবে ক্রমশ উর্দ্ধমুখী তাপমাত্রা, আপাতত নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, শনিবারের পর ফের একবার মন বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। দুর্যোগের পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। তার আগে রবিবারের মধ্যে আরও বাড়বে তাপমাত্রার পারদ। ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছতে পারে। পশ্চিমের জেলা-বাঁকুড়া, পুরুলিয়াতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ।

কলকাতার আবহাওয়া :

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, ধীরে ধীরে তাপমাত্রার পারদ বাড়ছে শহর কলকাতার। ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল শহর কলকাতার বাসিন্দারা। কিন্তু, রবিবার তিলোত্তমাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ। শনিবার কলকাতার আকাশ থাকতে পারে মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার।  সঙ্গে বইবে দমকা হাওয়া। রয়েছে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ের গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। তবে ভ্যাপসা গরমে বাড়বে অস্বস্তি বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। শনিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

আগামী দু'তিন দিনে আরও তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি জলীয় বাষ্প বেশি থাকার দরুন বাড়বে অস্বস্তিও। শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। এর পাশাপাশি শনিবার থেকে বৃষ্টি হতে পারে, উত্তর ২৪ পরগনায়, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে। এদিন বৃষ্টির পাশাপাশি বইতে পারে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া। শনিবার পশ্চিমের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন ভিজতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম। সঙ্গে সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। তবে বাড়তে থাকবে গরম। পশ্চিমের কিছু জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। আগামী দু’দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়া-তে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে পারদ। 

উত্তরবঙ্গের আবহাওয়া :

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং , কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। শনি ও রবিবার বৃষ্টিপাত হতে পারে মালদাতে। সবমিলিয়ে দুইবঙ্গেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও কেরলে। ওদিকে নতুন করে নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে অসমের মধ্যে রয়েছে। পাশাপাশি কর্নাটক থেকে বিদর্ভের মধ্যে অক্ষরেখা অবস্থান করছে। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার ফলে সব মিলিয়ে অসময়ে বৃষ্টি ও হঠাৎ হঠাৎ বদল পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)।

 উল্লেখ্য, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, উত্তরপ্রদেশ, রাজস্থানে। এছাড়াও মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি অরুণাচল প্রদেশ এবং সিকিমে ৩১ সে মার্চ পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে মেঘালয় এবং অসমে হতে পারে বৃষ্টিপাত। তবে এদিকেবঙ্গে  এবার আরও কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। আগামী দুদিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপরে যেতে পারে। পশ্চিমের জেলা গুলিতে আরও বাড়তে পারে তাপমাত্রা।