রাজ্য

শিক্ষক নিয়োগে ফের সিবিআই তদন্তের নির্দেশ, নতুন নিয়োগ নিয়েও প্রশ্ন তুললেন বিচারপতি

শিক্ষক নিয়োগে ফের সিবিআই তদন্তের নির্দেশ, নতুন নিয়োগ নিয়েও প্রশ্ন তুললেন বিচারপতি
Key Highlights

আবারও এক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই-কে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফের এসএসসি নিয়োগে CBI তদন্ত।

ফের এসএসসি নিয়োগে CBI তদন্ত। CBI তদন্তের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। প্যানেলে অনেক নীচে থাকা সত্ত্বেও চাকরি পেয়েছিলেন সিদ্দিক গাজী। তাঁকে আগেই চাকরি থেকে বরখাস্ত করে আদালত। এবার সেই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল। 

অনুপ গুপ্তের করা মামলায় সিদ্দিক গাজির নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। সিদ্দিক গাজির মামলার যাবতীয় নথি সিবিআইকে পাঠিয়ে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

পাশাপাশি, সুপার নিউমারিক পোষ্ট তৈরি করে নিয়োগ নিয়েও প্রশ্ন তুলে দিল আদালত। বুধবার সরকারি আইনজীবী সম্রাট সেন আদালতে জানান, প্রার্থীদের দাবি ন্যায্য হলে তাঁদের চাকরি দেওয়ার জন্য সুপার নিউমারিক পোষ্ট তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই নতুন পদে যাঁরা যোগ্য তাঁরা চাকরি পাবেন। 


Waqf Hearing | ওয়াকফ কাউন্সিলে নিয়োগে স্থগিতাদেশ! ৭ দিনের মধ্যে কেন্দ্রের কাছে রিপোর্ট চাইলো সুপ্রিম কোর্ট!
Telangana | বনাঞ্চল পুনরুদ্ধারের পরিকল্পনা না জানালে জেলে যাবেন মুখ্যসচিব-সরকারি অফিসাররা! কড়া বার্তা সুপ্রিম কোর্টের!
Medicine Price | ১৩২টি ওষুধের দাম কমাল রাজ্যের স্বাস্থ্যদপ্তর! তালিকায় রয়েছে ক্যানসারের ওষুধ-সহ হৃদ রোগ, স্ট্রোক এবং নার্ভের ওষুধও!
ISSF World Cup | ISSF ওয়ার্ল্ড কাপের প্রথম দিনেই তিনটি পদক জিতলো ভারত! পদক জিতলেন সুরুচি-মনু ও সৌরভ!
USA Tariff for China | চিনের ওপর ২৪৫ শতাংশ পর্যন্ত ট্যারিফ চাপালো ট্রাম্প! শুল্ক নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই যুক্তরাষ্ট্র-চিনের!
Kultali | চাকরি নিয়ে দুশ্চিন্তা, সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন শিক্ষক!
Murshidabad | জঙ্গিপুরে ‘বিশেষ ডিউটি’তে ডাকা হলো পুলিশ কর্তাদের, মুর্শিদাবাদে অশান্তিতে তৎপর প্রশাসন