শিক্ষক নিয়োগে ফের সিবিআই তদন্তের নির্দেশ, নতুন নিয়োগ নিয়েও প্রশ্ন তুললেন বিচারপতি
আবারও এক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই-কে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফের এসএসসি নিয়োগে CBI তদন্ত।
ফের এসএসসি নিয়োগে CBI তদন্ত। CBI তদন্তের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। প্যানেলে অনেক নীচে থাকা সত্ত্বেও চাকরি পেয়েছিলেন সিদ্দিক গাজী। তাঁকে আগেই চাকরি থেকে বরখাস্ত করে আদালত। এবার সেই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল।
অনুপ গুপ্তের করা মামলায় সিদ্দিক গাজির নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। সিদ্দিক গাজির মামলার যাবতীয় নথি সিবিআইকে পাঠিয়ে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
পাশাপাশি, সুপার নিউমারিক পোষ্ট তৈরি করে নিয়োগ নিয়েও প্রশ্ন তুলে দিল আদালত। বুধবার সরকারি আইনজীবী সম্রাট সেন আদালতে জানান, প্রার্থীদের দাবি ন্যায্য হলে তাঁদের চাকরি দেওয়ার জন্য সুপার নিউমারিক পোষ্ট তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই নতুন পদে যাঁরা যোগ্য তাঁরা চাকরি পাবেন।
- Related topics -
- রাজ্য
- সিবিআই
- শিক্ষক নিয়োগ
- কলকাতা হাইকোর্ট