রাজ্য

SSC: অবশেষে পঞ্চম ডিভিশন বেঞ্চ গ্রহণ হল এসএসসি মামলা

SSC: অবশেষে পঞ্চম ডিভিশন বেঞ্চ গ্রহণ হল এসএসসি মামলা
Key Highlights

রাজ্যে এসএসসি সংক্রান্ত মামলাটি দুপুরে মামলাটি বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চে পাঠানো হয়। প্রথমে ঐ বেঞ্চ মামলাটি নিতে অস্বীকার করলেও পরে বিচারপতি তালুকদার জানান, 'এখনই আমরা সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ করতে চাইছি না। তদন্ত যেমন চলছে চলবে।'

কলকাতা হাই কোর্টের চারটি ডিভিশন বেঞ্চ রাজ্য স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত মামলাটি ফিরিয়ে দিয়েছে। অবশেষে পঞ্চম ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানায়, বিকেল ৪টের সময় মামলার শুনানি হতে পারে। একই সঙ্গে ডিভিশন স্পষ্ট করে জানায়, মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, তা বহাল থাকবে। শুধু সিবিআই হেফাজতের বিষয়টি বিবেচনা করা হবে।

উপদেষ্টা কমিটির ৫ সদস্য সোমবার একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রক্ষাকবচ চেয়ে তিনটি বেঞ্চে যান। তিনটি বেঞ্চই মামলা ফিরিয়ে দেয়। মঙ্গলবার সকালে মামলাটি নতুন ডিভিশন বেঞ্চে উঠলে সেই বেঞ্চও মামলা গ্রহণ করেনি। তারই মধ্যে এই মামলার শুনানিতে হাই কোর্টের একক বেঞ্চ নতুন নির্দেশ দেয়। বলা হয়, সিবিআই প্রয়োজন মনে করলে শান্তিপ্রসাদ এবং শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর অলোককুমার সরকারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এ ছাড়া সাত দিনের মধ্যে শান্তিপ্রসাদ ছাড়া বাকি চার সদস্যকে সম্পত্তির হিসাব আদালতে জমা দিতে হবে। এই নির্দেশকেও চ্যালেঞ্জ করে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেন পাঁচ জনের আইনজীবী।

এখনই আমরা সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ করতে চাইছি না। তদন্ত যেমন চলছে চলবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো ওই শান্তিপ্রসাদকে বিকেল ৩টের সময় সিবিআইয়ের কাছে যেতে হবেই। তবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার যে নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে আমরা ভাবনাচিন্তা করতে পারি।

বিচারপতি তালুকদার

Tamluk | তমলুকে মহিলা ডাক্তারের রহস্যমৃত্যু, 'হাতে চ্যানেল কেন?'- তদন্তে ২ সদস্যের মেডিক্যাল টিম গঠন
Weather Update | দীপাবলিতে হালকা শীতের আমেজ বঙ্গে, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Tamluk | মহিলা ডাক্তারের হাতে রহস্যময় চ্যানেল! তমলুকে ডাক্তারের রহস্যমৃত্যুতে ঘনাচ্ছে সন্দেহ
Durgapur Rape Case | দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণকাণ্ডে সহপাঠীর ঘরে তল্লাশি চালিয়ে তাজ্জব পুলিশ!
India-Pakistan | ৪টি বিষয় নিয়ে ভারতের সঙ্গে বৈঠকে বসতে চায় পাকিস্তান! নিরপেক্ষ স্থানও বাছলেন পাক প্রধানমন্ত্রী!
China Weather: জলবায়ু পরিবর্তনের চীনের চরম আবহাওয়ার প্রভাব এবং আগাম সতর্কতার প্রয়োজন
ঢাকার নবাব  খাজা সলিমুল্লাহের জীবনী, Biography of  Khwaja Salimullah in Bengali