পুরনো মেধাতালিকায় নাম থাকা সকল প্রার্থীই চাকরি পাবে!এসএসসির পক্ষ থেকে এমনটাই জানাল হাইকোর্টকে
মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও যাঁরা চাকরি পাননি, তাঁদের শীঘ্রই চাকরি দেওয়া হবে বলে জানাল কমিশন।
স্কুলে নিয়োগ-দুর্নীতি মামলায় টানাপড়েনের আবহে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিল, ২০১৬ সালের প্যানেলের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরির ব্যবস্থা করা হচ্ছে। পুরনো মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও যাঁরা চাকরি পাননি, তাঁরা শীঘ্রই চাকরি পাবেন।
চাকরি দেওয়ার ক্ষেত্রে কলকাতা হাই কোর্টে নয়া সিদ্ধান্ত জানালেন এসএসসি কর্তৃপক্ষ
বৃহস্পতিবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়েছে, রাজ্যে নতুন করে ৬,৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্যে নবম-দশমে ১,৯৩২টি এবং একাদশ-দ্বাদশে ২৪৭টি পদ তৈরি করা হবে। এ ছাড়াও গ্রুপ সি-র জন্য ১,১০২টি এবং গ্রুপ ডি-র ১,৯৮০টি পদ রয়েছে। কর্মশিক্ষায় ৭৫০ এবং শারীরশিক্ষায় ৮৫০টি পদ রয়েছে ওই তালিকায়।
হাই কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়েছে সরকারের তরফে। শুক্রবার আদালতে এই তথ্য দিয়েছেন কমিশনের আইনজীবী সম্রাট সেন। সংশ্লিষ্ট মহলের দাবি, মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও যাঁরা চাকরি পাননি, মূলত তাঁরাই এত দিন চাকরির জন্য আন্দোলন করছিলেন। এ বার তাঁদেরই চাকরির ব্যবস্থা করা হচ্ছে বলে জানাল কমিশন।
- Related topics -
- শিক্ষা
- এসএসসি
- কলকাতা হাইকোর্ট
- রাজ্য স্কুল সার্ভিস
- শিক্ষা ব্যবস্থা