SSC | পরীক্ষার ডেট পেছোতে নারাজ এসএসসি, সুপ্রিম দরবারে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ

আবেদনের দিন বাড়ালেও রাজ্য সরকার ও এসএসসি পরীক্ষার দিন পিছতে নারাজ। এ নিয়ে ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের একাংশ ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে।
সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য চাইলে ssc পরীক্ষা পেছোতে পারে। শুক্রবার বৈঠক ডেকে মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, হাতে সময় কম, তাই ssc পরীক্ষার তারিখ বদলাচ্ছে না। ৭ সেপ্টেম্বর নবম ও দশম, ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। তবে বেড়েছে আবেদনের দিনক্ষণ। এসএসসি সূত্রে খবর, শনিবার বিকেল পাঁচটা থেকে ২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এই সিদ্ধান্তে অখুশি চাকরিহারাদের একাংশ। ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক শনিবার জানিয়েছেন, ‘ আমরা ফের শীর্ষ আদালতে যাচ্ছি।’